কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি
সঠিকভাবে জার্সি জমা দিতে পারেনি সিবিআই, নাকি ইচ্ছা করেই আজকে এই দাবি পরে সিবিআই দপ্তরের সামনে ধরনা দেখাবেন তারা। এই উদ্দেশ্যে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন চিকিৎসক সংগঠন প্রতি কি তালা নিয়ে সিবিআই দপ্তরের সামনে হাজির হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: Bengali Story: “বিসর্জন”
তবে সত্যিই কি তারা ওই প্রতি কি তালা ঝোলাতে পারবেন সিবিআই দপ্তরে এটা এখন সময় বলবে। এদিন বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে জানানো হয়, আর যে করে চার্জশিট দিতে এত দেরি করলো সিবিআই, যে যারা প্রকৃত দোষী তাদের ছেড়ে দেওয়া হল।
আরও পড়ুন: Forest Depertment: আপাতত কোন হোটেল এবং রেস্টুরেন্ট খুলে রাখা যাবে না
জামিন দেওয়া হল ওটা ভুল কথা। তাদের ছেড়ে দেওয়া হল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, সিবিআই এদিন হাস্যকর দাবি করেছে, যে তারা সমস্যা সমাধান করে ফেলেছে। এটা একেবারেই হাস্যকর দাবি। তাই আমরা এর তীব্র প্রতিবাদ করে এই ঘটনার পুনরায় তদন্তের দাবি জানাচ্ছি। এদিন প্রচুর ভিড় হয় এই বিক্ষোভ মিছিলে, সাধারণ মানুষ ও এদিন প্রচুর উপস্থিত ছিলেন।