Tuesday, 8 July, 2025
8 July, 2025
Homeউত্তরবঙ্গJalpaiguri: অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু ২...

Jalpaiguri: অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু ২ স্কুলছাত্রের; বন দফতরের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ

বন দফতরের বিরুদ্ধেও উঠছে বিস্ফোরক অভিযোগ। অভিযোগ, বন দফতরের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু মেলেনি সাহায্য।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল ছয় স্কুল পড়ুয়া। জঙ্গল ঘেরা পথ। সামনে পড়ে যায় হাতির দল। দৌড়ে পালাতে গিয়েও পারল না দুই ছাত্র। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। বন দফতরের বিরুদ্ধেও উঠছে বিস্ফোরক অভিযোগ। অভিযোগ, বন দফতরের কাছে সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু মেলেনি সাহায্য। এই নিয়ে গত সাত দিনে ৩ জনের হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রায়গঞ্জের গজলডোবা এলাকায়। মৃতরা হলেন নারায়ণ দাস (১৯) এবং তুষার দাস (১৬)।

আরও পড়ুন: সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, সংবিধানেরও তোয়াক্কা করছে না! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কড়া ধমক

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রামপঞ্চায়েতের দুধিয়া গ্রামের বালুচর এলাকায় মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ। একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বুনো হাতির হানায় মৃত্যু হয়েছে দুই স্কুল পড়ুয়ার।  জানা গেছে, দুজনেই গজলডোবা হাই স্কুলের ছাত্র। নারায়ণ দ্বাদশ শ্রেণিতে এবং তুষার দশম শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে খবর বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে প্রায় শতাধিক হাতির একটি দল ভুট্টা খাওয়ার লোভে প্রতিদিন হানা দিচ্ছে তিস্তার চড় এলাকায়। ভুট্টা খেয়ে তছনছ করে দিচ্ছে চাষের জমি।এই নিয়ে বনদপ্তর উদাসীন বলে অভিযোগ।

বৃহস্পতিবার ভোররাতে এক সামাজিক অনুষ্ঠান থেকে ফিরছিল ৬ জন কিশোর। পথে দুধিয়া গ্রামের বালুচর এলাকায় আচমকা এক বুনো হাতির সামনে পড়ে যায় তারা। কোনওরকমে পালানোর চেষ্টা করলেও, হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। আশেপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে সব শেষ।

আরও পড়ুন: দুই জায়গার ভোটার কার্ডে নাম রয়েছে সুকান্তর স্ত্রীর! বিতর্ক বাড়তেই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই বন্য হাতির গতিবিধি লক্ষ্য করা যায়, তবে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল বলে তাদের অভিযোগ।

ঘটনাস্থলে গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হলেও বনদফতরের কোনও কর্মী না পৌঁছানোয় ক্ষোভ ছড়ায়। দ্রুত বনদফতরের হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরে অবশ্য বনদফতরের কর্মীরা গিয়ে দেহ দুটি উদ্ধার করে। এবং ক্ষতিপূরণের পাশা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এই মুহূর্তে

আরও পড়ুন