মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর এখনও এক সপ্তাহ কাটেনি। এবার তীব্র কম্পনে দুলে উঠল জাপান। জাপানও কেঁপে উঠতে পারে আশঙ্কা ছিলই। সেই মতো আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়। আর আশঙ্কা সত্যি করেই ভূমিকম্প হল জাপানে।
আরও পড়ুন: ‘উনি তো একটু এদিক-ওদিক করেন, স্ট্যান্ড ঠিক করা উচিত’, অর্জুনকে পরামর্শ দিলীপের
ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সন্ধে ৭টা বেজে ৩৪ মিনিটে কম্পন অনুভূত হয় জাপানে। কিয়ুশু থেক কম্পন ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: রাস্তায় পড়ে নড়ে চলেছে হাতের কাটা অংশ, নদিয়ায় হাড়হিম করা বাস দুর্ঘটনা
জাপানের National Center for Seismology (NCS) জানিয়েছে, ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ৩১.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৪৭ ডিগ্রি দ্রাঘিমাংশ অঞ্চল থেকে কম্পন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির খতিয়ানও সামনে আসেনি এখনও পর্যন্ত।