Tuesday, 16 September, 2025
16 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গPurulia: মিলন উৎসব গড় পঞ্চকোটে

Purulia: মিলন উৎসব গড় পঞ্চকোটে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সঞ্জয় সিং মাহাতো, পুরুলিয়া:

রবিবার পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড় পঞ্চকোটে রূপসী বাংলা মিডিয়া পরিবার মিলন উৎসব অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন: Special Warning Message: উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সম্বলিত পোস্টে ঋণের ফাঁদ সমাজমাধ্যমে! তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ মন্ত্রী সুকান্ত

এই মিলন উৎসবে রূপসী বাংলা মিডিয়ার পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও শুভান্যুধায়ীরা।

উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী বাদল পাল, গবেষক মাধব চন্দ্র মণ্ডল, পটমদা ডিগ্রি কলেজের অধ্যাপক বিশ্বনাথ মাহাতো, রূপসী বাংলা গ্রুপের কর্ণধার দেবরাজ মাহাতো, সাংবাদিক দোলন ব্যানার্জী সহ রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিকগণ।

আরও পড়ুন: South Dinajpur Book Fair: শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা ২৯ তম বইমেলা

এদিন উপস্থিত সাংবাদিক ও বিশিষ্ট জনেদের সম্মাননা জ্ঞাপন করা হয়। পাশাপাশি রূপসী বাংলা মিডিয়াকে আগামী দিনে বাংলা ও বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ আলোচনা করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন