নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং; ত্রিপুরা:
আজ বিশুদ্ধ পানীয় জল সংক্রান্ত ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডি.ডব্লিউ.এস কৈলাশহর ডিভিশনে গণধর্ণা সংগঠিত করলো কৈলাশহর জেলা কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মঃ বদরুজ্জামান সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ।
আরও পড়ুন: ওয়ার্ডের মানুষের ভালো-মন্দ জানতে ওয়ার্ডে ঘুরছেন শ্রীপর্ণা রায়
শাসক-বিরোধী বিধায়কদের মধ্যে নিজ বিধাসনভা এলাকায় বীরজিৎ সিনহার বিকল্প যে নেই তা উনি বরাবরই বুঝিয়ে আসছেন উনার কর্মকান্ডের মধ্য দিয়ে। গতকালও তিনি কৈলাশহরের গোবিন্দপুরে লক্ষীছড়া বাঁধ নির্মাণ পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, এই প্রকল্প এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: প্রথমে মৃত, পরে দেখা গেল জীবিত, চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে
কংগ্রেস বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা জেলা কংগ্রেস সভাপতি মঃ বদরুজ্জামান এবং প্রাক্তন PCC সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য। জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সবার দায়িত্ব বলে তিনি অভিমত প্রকাশ করেন এবং সেই সাথে আশা প্রকাশ করেন এই বাঁধ দ্রুত সম্পন্ন হবে এবং স্থানীয় বাসিন্দাদের উপকারে আসবে।