Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গKhardha: খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২, বাকি ২ পলাতক

Khardha: খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২, বাকি ২ পলাতক

স্থানীয় বাসিন্দারা আমবাগানের ভিতর থেকেই ওই মহিলাকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

খড়দহে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ। চার যুবকের বিরুদ্ধে অভিযোগ।  ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক। কেস তুলে নিতে নির্যাতিতাকে পাল্টা চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

আরও পড়ুন: দরকার ক্রিকেট স্টেডিয়াম; উঠল আওয়াজ শিলিগুড়িতে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বাড়িতে একাই ছিলেন। সোমবার রাতে তিনি কাজে বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, সে সময়ে চার জন তাঁকে টেনে আমবাগানের ভিতর নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা আমবাগানের ভিতর থেকেই ওই মহিলাকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা। এরপরই রহড়া থানায় অভিযোগ দায়ের হয়।

আরও পড়ুন: স্বস্তিতে মমতা ও রাজ্য মন্ত্রিসভা; অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ

নির্যাতিতার অভিযোগ, থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য অভিযুক্তরা বন্দুক হাতে তাঁকে শাসায়। রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান। তিনি বলেন, “আমাদের এলাকায় এই ধরনের ঘটনা আগে কখনও শোনা যায়নি। আমরা শিহরিত। পুলিশ দ্রুত বাকি অভিযুক্তদের খুঁজে বার করুক।”

এই মুহূর্তে

আরও পড়ুন