Wednesday, 15 October, 2025
15 October
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাDurga Puja 2026: প্রতীক্ষায় শুরু হবে দিন গোনা; ২০২৬ সালের দুর্গাপুজো কবে?

Durga Puja 2026: প্রতীক্ষায় শুরু হবে দিন গোনা; ২০২৬ সালের দুর্গাপুজো কবে?

রাত পোহালেই বৃহস্পতিবার দশমী তিথিতে অবসান শারদোৎসবের৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দুর্গাপুজো শুরু হতেই যা দেরি৷ একবার শুরু হলেই দেখতে দেখতে পুজো কেটে যায় দ্রুত৷ এ বার চলেই এল নবমী তিথি৷ রাত পোহালেই বৃহস্পতিবার দশমী তিথিতে অবসান শারদোৎসবের৷

আরও পড়ুনঃ প্রথমবার ভোটের আগে দুর্গা শরণে মোদি! চিত্তরঞ্জন পার্কে দুর্গা মণ্ডপে করলেন আরতি

এ বার শুরু আবার অপেক্ষা৷ আগামী বছর কবে ফের দশভুজা আসবেন সপরিবার, সেই প্রতীক্ষায় শুরু হবে দিন গোনা৷ আসুন, জেনে নিই আগামী বছর ২০২৬ সালের দুর্গাপুজোর দিনক্ষণ৷

ঞ্জিকা অনুসারে আগামী বছর ১৪৩৩ বঙ্গাব্দের মহালয়া পালিত হবে ১০ অক্টোবর, শনিবার৷ এর পর ষষ্ঠী পড়েছে শুক্রবার, ১৭ অক্টোবর৷

আরও পড়ুনঃ আজ নবমীতে বর্ষাসুর আপনার পাশে! সঙ্গে দশমী বা একাদশীতে জামা কাপড় পরে আসছে দূর্যোগাসুর

তার পর সপ্তমী ১৮ অক্টোবর রবিবার, মহাষ্টমী ১৯ অক্টোবর সোমবার, মহানবমী ২০ অক্টোবর মঙ্গলবারে পালিত হবে৷

বিজয়া দশমী পড়েছে ২১ অক্টোবর, বুধবার৷ সেদিন পালিত হবে দশেরা পার্বণও৷

আগামী বছর দেবীর আগমন ঘোটকে৷ তার ফল ছত্রভঙ্গ৷ দশভুজার গমন নৌকায়৷ ফল, বন্যা৷

এই মুহূর্তে

আরও পড়ুন