Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাKolkata Metro: পুরোপুরি মেট্রো বন্ধ গ্রিন লাইনে! জারি হল বিজ্ঞপ্তি

Kolkata Metro: পুরোপুরি মেট্রো বন্ধ গ্রিন লাইনে! জারি হল বিজ্ঞপ্তি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেট্রো সংযোগের কাজ যে কতটা দ্রুতগতিতে চলছে, তা বুঝতে পারছেন শহরবাসী। শুধুমাত্র শহর নয়, শহরতলির বাসিন্দারাও অনায়াসে পৌঁছে যাচ্ছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। অফিস পাড়া বা হাওড়া স্টেশন, মেট্রোতে জুড়েছে সব ব্যস্ত জায়গাই। মেট্রো সংযোগ আরও উন্নত করার জন্য প্রতিদিন কাজ হচ্ছে সব রুটে। এবার সেই কাজের জন্য বন্ধ থাকবে মেট্রোর লাইন।

আরও পড়ুন: Tripura: মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের উদ্বোধন

বুধবার কলকাতা মেট্রোর তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৮ দিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোর লাইন রয়েছে, তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

এই মুহূর্তে গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২ রয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে, তখন শুধু গ্রিন লাইন বলা হবে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোটাই গ্রিন লাইন। তারই সিগন্যালিং-এর কাজ হবে আগামী চার দিন।

আরও পড়ুন: North Bengal University: বারবার পরীক্ষার সূচি বদল নিয়ে ক্ষিপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বন্ধ রাখা হবে গ্রিন লাইনের মেট্রো। পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফের চারদিন মেট্রো বন্ধ থাকবে। দু দফায় লাইন বন্ধ রেখে কাজ চলবে। পুরো লাইনের CBTC সিস্টেম অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করা হবে, সেই কারণেই এই লাইন বন্ধ রাখা হবে। তাই ওই চারদিন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কোনও মেট্রো চলার ক্ষেত্রে আর  কোনও সমস্যা নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন