Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাKolkata Metro: সুখবর! স্মার্ট কার্ডের বৈধতা বাড়ছে, দাম কমছে

Kolkata Metro: সুখবর! স্মার্ট কার্ডের বৈধতা বাড়ছে, দাম কমছে

‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন এবং ৫% ছাড়ও পাওয়া যাবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেট্রোয় ভিড় এড়াতে এবং যাত্রা আরও স্বচ্ছন্দ করতে যাত্রীদের জন্য এল বড় সুখবর। কলকাতা মেট্রো স্মার্ট কার্ডের দাম কমল, সঙ্গে বাড়ল সুবিধা। এবার থেকে স্মার্ট কার্ডের বৈধতা এক বছর নয়, থাকবে গোটা ১০ বছর। আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

আরও পড়ুনঃ শিয়ালদহ স্টেশনে মহিলা যাত্রীর মাথায় ভেঙে পড়ল চাঙড়

ইতিমধ্যেই চলতি মাসে বিক্রি হয়েছে ৫০ হাজারেরও বেশি স্মার্ট কার্ড। মেট্রোর আশা, নতুন নিয়ম চালু হলে আরও বেশি যাত্রী স্মার্ট কার্ড নিতে আগ্রহী হবেন।

  • স্মার্ট কার্ডের রিফান্ডযোগ্য সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা থেকে কমে হল ৫০ টাকা
  • ন্যূনতম ইস্যু প্রাইস ১৫০ টাকা থেকে কমে হল ১০০ টাকা। (৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট + ৫২ টাকা রাইড ভ্যালু, যার মধ্যে ২ টাকা বোনাস অন্তর্ভুক্ত)
  • স্মার্ট কার্ডের বৈধতা ১ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হল
  • ইতিমধ্যেই চালু থাকা বৈধ কার্ডগুলির মেয়াদ রিচার্জ করার সময় ১০ বছরে বাড়িয়ে দেওয়া হবে
  • নতুন কার্ডের বৈধতা শুরু হবে প্রথমবার গেট (AFC & PC) ব্যবহার করার দিন থেকে, ইস্যু তারিখ থেকে নয়
  • রিচার্জ ভ্যালুতে ৫% বোনাস সুবিধা আগের মতোই থাকবে
  • সহজলভ্য স্মার্ট কার্ড ও রিচার্জের সুবিধা

যাত্রীরা স্মার্ট কার্ড পাবেন ASCRM মেশিন ও বুকিং কাউন্টার, দুটো জায়গা থেকেই। রিচার্জও করা যাবে ASCRM মেশিন, অনলাইন এবং বুকিং অফিসে। মেট্রো যাত্রীদের আবেদন জানিয়েছে, বেশি করে স্মার্ট কার্ড ব্যবহার করতে, যাতে ভিড় এড়ানো যায় বিশেষত পিক আওয়ার বা উৎসবকালে।

আরও পড়ুনঃ রক্তাক্ত পুলিশ! ভয়ঙ্কর অভিযোগ; আইনজীবীদের ‘মারে’ মুখ ফাটল পুলিশের!

নতুন এই নিয়মে বুকিং কাউন্টারের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা চাইলে ‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন এবং ৫% ছাড়ও পাওয়া যাবে। নিয়মিত যাত্রীরা দীর্ঘমেয়াদে কার্ড ব্যবহার করতে পারবেন, আর স্বল্পমেয়াদি ভ্রমণকারীরা মেট্রো যাত্রা শেষে কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত নিতে পারবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন