Wednesday, 15 October, 2025
15 October
HomeকলকাতাKolkata: সেরা কলকাতার শৌচালয়! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে

Kolkata: সেরা কলকাতার শৌচালয়! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে

‘স্বচ্ছ ভারত মিশন’ কর্মসূচির আওতায় কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘স্বচ্ছ ভারত মিশন’ কর্মসূচির আওতায় কলকাতার পাবলিক টয়লেট দেশের সেরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সার্টিফিকেট এখন পুরসভার হাতে। মহানগরীতে ৪৭৮টি গণ শৌচালয় আছে। এর মধ্যে শুধুমাত্র মহিলাদের জন্য শৌচালয় প্রায় ১৭টি। এই শৌচালয়গুলি বেসরকারি সংস্থার তদারকিতে চলে।

আরও পড়ুনঃ টালা প্রত্যয়ে বড় চমক! দুর্গাপুজোয় থিমের নামকরণ মুখ্যমন্ত্রীর

জন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা কয়েক মাস আগে শহরের গণ শৌচালয়ের হাল হকিকত পরখ করতে আসেন। নিজেদের মতো করে বিভিন্ন গণ শৌচালয় দেখেন। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে পুরসভাকে ‘ওডিএফ (ওপেন ডিফেকশন ফ্রি) প্লাস সার্টিফিকেট পাঠানো হয়েছে। যার অর্থ কলকাতার কোনও ওয়ার্ডে খোলা জায়গায় শৌচকর্ম করা হয় না। শুধু তাই নয়, একই সঙ্গে শংসাপত্রে বলা হয়েছে পুরসভার প্রতিটি শৌচালয় স্বাস্থ্যকর। কোনওরকম রোগ সংক্রমণের সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ আজ ২৪ অগাস্ট; সত্যিই কি আজ তিলোত্তমা কলকাতার জন্মদিন!

পুরসভা সূত্রে খবর, কলকাতার পঁচটি মেডিক্যাল কলেজে পুরসভা গণ শৌচালয় তৈরি করবে। পাশাপাশি ইএম বাইপাস থেকে কামালগাজি পর্যন্ত গোটা রাস্তায় ৯টি নতুন শৌচালয় তৈরি করা হবে। এ ছাড়াও কলকাতার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত মহিলাদের জন্য শৌচালয়ের সংখ্যা আরও বাড়ানো হবে। এর জন্য সরকারি জমি খোঁজা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন