Friday, 18 July, 2025
18 July, 25
Homeদক্ষিণবঙ্গLengcha Mela 2025: ২১ জুলাই! ২৪ বিঘা জুড়ে শক্তিগড়ে ল্যাংচা মেলা

Lengcha Mela 2025: ২১ জুলাই! ২৪ বিঘা জুড়ে শক্তিগড়ে ল্যাংচা মেলা

একুশে জুলাইকে সামনে রেখে এ বার শক্তিগড়ের আমরা এলাকায় বসছে ল্যাংচা মেলার আসর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একুশে জুলাইকে সামনে রেখে এ বার শক্তিগড়ের আমরা এলাকায় বসছে ল্যাংচা মেলার আসর। উদ্যোগ নিয়েছেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। ওই এলাকায় ২৪ বিঘা জমি জুড়ে ১৯ থেকে ২১ জুলাই, তিন দিন ধরে চলবে ল্যাংচা মেলা।

সোমবার শক্তিগড় থানার পুলিশ, বর্ধমান–২ পঞ্চায়েত সমিতি, বৈকুণ্ঠপুর–১ পঞ্চায়েত ও বড়শুল–১ পঞ্চায়েতের প্রতিনিধি ও ল্যাংচা ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন বিধায়ক।

আরও পড়ুনঃ বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক বাড়ি ভাঙা হচ্ছে! উদ্বেগ মমতার

তিনি বলেন, ‘জাতীয় সড়কের ধারে ২৪ বিঘা ফাঁকা জায়গা রয়েছে। সেখানে মেলা হবে। স্টল দেবেন আমরার ল্যাংচা ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত ফাস্টফুড দোকানের মালিকরা। ওই জায়গায় ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতি বারইএকুশে জুলাইয়ের সময়ে শক্তিগড়ে প্রচুর গাড়ি দাঁড়ানোয়যানজটের পরিস্থিতি তৈরি হয়। আমরা তাই এ বার একেবারেই আলাদা জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রাখছি।

আরও পড়ুনঃ থাকবে না কোনও ‘ব্যাকবেঞ্চার’! ইউ-আকারে বসার ধরনে বদল আনল মালদহের স্কুল

সেখানেই স্থানীয় বিধায়কের উদ্যোগে ল্যাংচা বিক্রেতারা স্টল দেবেন। ফলে যাঁরা এতদিন ল্যাংচা কেনার জন্য এখানে দাঁড়াতেন তাঁদের আর কোনও সমস্যা হবে না।’

বর্ধমানের সীতাভোগ, মিহিদানার মতোই শক্তিগড়ের ল্যাংচার সুখ্যাতিও দেশজোড়া। মিহিদানা, সীতাভোগ ইতিমধ্যে জিআই তকমা পেয়েছে। ল্যাংচার জিআই তকমা পেতে রাজ্য সরকার ইতিমধ্যে আবেদনও করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন