Wednesday, 15 October, 2025
15 October
Homeদক্ষিণবঙ্গKhardha: খড়দহে শোরগোল! তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র

Khardha: খড়দহে শোরগোল! তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র

কোথা থেকে কীভাবে এই অস্ত্র তার বাড়িতে এলে নইমকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবার অস্ত্রের হদিস মিলল কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়ি থেকে। সোমবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে কামারহাটি ও খড়দহ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে খড়দার  মৌলনা সেলিম রোডে ওই তৃণমূল কর্মীর বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে।

আরও পড়ুন: ভারতকে সতর্ক করল আমেরিকা; বড়সড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চিন

ধৃতর নাম নইম আলি ওরফে নেপালি। অভিযুক্ত পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কোথা থেকে কীভাবে এই অস্ত্র তার বাড়িতে এলে নইমকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতর বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি দেশি পাইপগান, এইট এম এমের চারটে গুলি, .৩৮ এর ৪টি গুলি, ৭.৬২ এমএম এর ৩টি গুলি এবং .৩১৮ নাইট্রো-অ্যামুনেশনের গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে পুলিশ।

আরও পড়ুন: চাকরি বাতিল, স্কুলে শিক্ষকই নেই! ছাত্র ভর্তি নেওয়াই বন্ধ করল স্কুল

বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে শোরগোল ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কথায়, নইম রাজনীতির সঙ্গে যুক্ত বলেই তাঁরা জানতেন। কিন্তু রাজনীতির আড়ালে অভিযুক্ত যে বেআইনি অস্ত্রের কারবারও ফেঁদে বসেছিল তা তাঁরা জানতেন না। ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে স্থানীয় কাউন্সিলরও। ঘনিষ্ঠ মহলে তাঁর দাবি, এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না।

এই মুহূর্তে

আরও পড়ুন