Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজLondon: চিকিৎসকের ভয়ঙ্কর কীর্তি! অপারেশন থামিয়ে নার্সের সঙ্গে বিশেষ কাজে! কী সেই...

London: চিকিৎসকের ভয়ঙ্কর কীর্তি! অপারেশন থামিয়ে নার্সের সঙ্গে বিশেষ কাজে! কী সেই কাজ?

রোগীকে সংজ্ঞাহীন করার পর তিনি অপারেশন থিয়েটার ছেড়ে কিছুক্ষণের জন্য চলে যান, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাকিস্তানি চিকিৎসকের ভয়ঙ্কর কীর্তি! রোগীকে অপারেশন থিয়েটারে রেখেই তিনি চলে গেলেন পাশের অপারেশন থিয়েটারে বিশেষ কাজে! কী সেই কাজ? নার্সের সঙ্গে যৌন সঙ্গম করতে। চিকিৎসকের এই কীর্তি দেখে ফেলেন এক সহকর্মী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র মাধ্যমেই এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে অভিযুক্ত চিকিৎসকের নাম ডঃ সুহেল আঞ্জুম (৪৪)। তিনি ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের টেমিসাইড হাসপাতালে কাজ করতেন কনসালটেন্ট অ্যানেসথেটিস্ট হিসাবে। তাঁর এই কুকীর্তি সামনে আসার পর ২০২৪ সালে তিনি হাসপাতালের চাকরি ছেড়ে দেন এবং পাকিস্তানে ফিরে যান। সম্প্রতিই তিনি ফের কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করেন এবং তখনই ওই ঘটনার জন্য ক্ষমা চান।

আরও পড়ুনঃ শনিবারে বড় ঠাকুর কৃপায় বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

ইংল্যান্ডের মেডিক্যাল ট্রাইবুনালের কাছে ডঃ সুহেল আঞ্জুম স্বীকার করে নিয়েছেন যে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর, গলব্লাডারের অস্ত্রোপচার চলার সময় রোগীকে সংজ্ঞাহীন করার পর তিনি অপারেশন থিয়েটার ছেড়ে কিছুক্ষণের জন্য চলে যান, যা সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধ। তিনি এক নার্সকে রোগীর শারীরিক অবস্থার উপরে নজর রাখতে বলে চলে যান। পাশেরই আরেকটি অপারেশন থিয়েটারে অন্য এক নার্সের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন ডিউটিতে থাকা আরেক নার্স। এরপরই, প্রায় ৮ মিনিট বাদে চিকিৎসক অপারেশন থিয়েটারে ফিরে আসেন।

ওই ঘটনার জন্য ক্ষমা চেয়ে চিকিৎসক জানিয়েছেন, তাঁর এই গাফিলতিতে রোগীর প্রাণ সংশয় হতে পারত, যদিও তাঁর কোনও ক্ষতি হয়নি। তবুও তিনি এই কাজের জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এই ধরনের ভুল আর কখনও হবে না বলেই তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ অক্টোবরেই SIR? বাংলায় আগামী ১৭ সেপ্টেম্বর জ্ঞানেশ ভারতী

মেডিক্যাল ট্রাইবুনালে ডঃ অঞ্জুম বলেছেন, “খুবই লজ্জাজনক কাজ করেছি। এর জন্য নিজেকে ছাড়া কাউকে দোষ দিতে পারি না। আমি শুধু রোগীদেরই নয়, নিজেকেও আশাহত করেছি। আমার সহকর্মীরা, যারা আমায় সম্মান করত, তাদেরও আশাহত করেছি। ওই নার্সকেও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিলাম।”

তিনি আরও বলেছেন, “এই কাজ আমার প্যাশন। আমি জানি না কীভাবে এবং কেন এটা ঘটেছিল। সুযোগ থাকলে এটা কখনও হতে দিতাম না। আমি সকলের কাছে ক্ষমা চাইছি।”

কেন এমন কাজ করেছিলেন তিনি, এর ব্যাখ্যা দিয়ে ওই পাকিস্তানি চিকিৎসক জানিয়েছেন যে তিনি ওই সময় (২০২৩ সালে) খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাঁর সন্তান প্রি-ম্যাচুওর জন্মেছিল, স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। সেই সব কিছুর স্ট্রেস থেকেই তিনি এই ভুল করে বসেন।

এই মুহূর্তে

আরও পড়ুন