Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যNorth Bengal: দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় চিতাবাঘ

North Bengal: দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় চিতাবাঘ

হইচই পড়ে যায় এলাকায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

দাগাপুর চা বাগানের একটি পরিত্যক্ত জায়গায় চিতাবাঘ। আজ সকালে ওই চিতাবাঘটিকে দেখতে পান ওই এলাকার স্থানীয় মানুষ।

আরও পড়ুন: বাস এ আগুন, চাঞ্চল্য এলাকা জুড়ে

হইচই পড়ে যায় এলাকায়, বহু মানুষ দৌড়ে চলে আসেন ওই চিতাবাঘটিকে দেখবার জন্য। খুব সম্ভবত অসাবধানবশত অন্ধকারের মধ্য ওই চিতা বাঘটি পড়ে যায় একটি কুয়াতে। পরে ওঠাবার চেষ্টাও করেছিল সে, কিন্তু উঠতে পারেনি।

আরও পড়ুন: ভুয়া ভোটার! ১৩ নম্বর ওয়ার্ড-এ ধরা পড়লো

পরে অনেক স্থানীয় মানুষ এসে বাঁশ এবং লাঠি দিয়ে চেষ্টা করে চিতাবাঘা টিকে উদ্ধার করার। কিন্তু সেই সাহসও স্থানীয় মানুষ পায়নি। পরে ভারতীয় সেনার পক্ষ থেকে  চিতাবাঘটিকে উদ্ধার করেন।

এই মুহূর্তে

আরও পড়ুন