কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:
আমি খুশি নই, যাবজ্জীবন সাজা ওর জন্য নয়, ওর এর থেকেও বেশি সাজা পাওয়া উচিত ছিল। আজ এই কথাই জানালেন মেয়র গৌতম দেব। আজকে শিয়ালদা আদালতে সঞ্জয় রাই এর সাজা দেওয়ার কথা ঘোষণা করে ।
আরও পড়ুন: Kolkata Park Circus: কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, বন্ধ ট্রেন চলাচল
সেখানে সঞ্জয় রাই এর যাবজ্জীবন সাজার কথা ঘোষণা করে আদালত। আদালতের এই রায় সন্তুষ্ট নন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি আজকে জানালেন আমি খুশি নই, ওর আরো বেশি সাজা পাওয়ার কথা ছিল। ওর বাবা মার মনে কি চলছে এটা একমাত্র বাবা-মাই বুঝতে পারবে। আজকে অন্যান্য জায়গার মতো আমিও খুশি নই জানালেন মেয়র।
আরও পড়ুন: Siliguri: এবার ১০০ এপিসোড, “মেয়র কে বলো”
মেয়র আরো জানালেন আমি একজন সাধারণ নাগরিক, তাই আমার বেশি কথা বলা উচিত না তবে আমি মনে করি এই সাজা যথেষ্ট সাজা নয়, আমার কাছে এই সাজা সামান্যতম সাজা সবচাইতে জঘন্যতম অপরাধের জন্য। আমি মনে করি ও যে অপরাধ করেছে তাজা অন্য থেকে জঘন্যতম, এর জন্য ওর সর্বোচ্চ সাজা পাওয়া উচিত ছিল। এত দূর থেকে আমি কিছু বলবো না, তবে একজন নাগরিক হিসেবে আমি এটুকুই জানালাম। বললেন মেয়র গৌতম দেব।