Friday, 18 July, 2025
18 July, 25
Homeহাওড়াNabanna Abhijan: ২০ জনের তালিকা তৈরি, নবান্ন যাওয়ার ছাড়পত্র পেলেন চাকরিহারারা

Nabanna Abhijan: ২০ জনের তালিকা তৈরি, নবান্ন যাওয়ার ছাড়পত্র পেলেন চাকরিহারারা

মুখ্যসচিবের সঙ্গে দেখা এবং বৈঠক করার অনুমতি পাওয়ার আগে পর্যন্ত কার্যত উত্তপ্ত ছিল নবান্ন চত্বরের পরিস্থিতি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘যোগ্য’ চাকরিহারাদের নবান্ন অভিযানেসকাল থেকেই তুলকালাম শহর-রাজ্যজুড়ে। অবশেষে আন্দোলনকারীদের সাময়িক স্বস্তি। নবান্ন প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে চাকরিহারাদের ২০ জন প্রতিনিধিদের। সূত্রের খবর, ১৮ জন শিক্ষক এবং ২ জন শিক্ষাকর্মী নবান্ন যেতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়নবান্নে রয়েছেন। তবে চাকরিহারাদের বৈঠক হবে মুখ্যসচিবের সঙ্গে।

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে ও রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে। আগেই জানিয়েছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। একাধিকবার আন্দোলনের পথে হেঁটেছেন কিন্তু কোনও লাভ হয়নি। পিছু না হটার প্রতিজ্ঞায় ফের একবার রাজপথে নেমেছেন তাঁরা। দাবি ওই দুটিই। এদিনের নবান্ন অভিযানের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করাই ছিল। কিন্তু সেটা আপাতত সম্ভব না হলেও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন চাকরিহারাদের প্রতিনিধি দল।

আরও পড়ুনঃ নিরাপত্তায় বজ্র আঁটুনি; ‘যোগ্য’ শিক্ষকদের নবান্ন অভিযান রুখতে একেবারে প্রশাসন ‘তৈরি’

চাকরিহারাদের দাবি, মুখ্যমন্ত্রী নিজেকে ‘সততার প্রতীক’ বলে দাবি করেন। আর এদিকে তাঁদের দাবিও সততার জন্যই। তাই সেই দাবি মেনে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের সাফ কথা, যোগ্যদের প্রতি অনাচার করছে সরকার। পাশে দাঁড়াচ্ছে না। তাই নবান্ন অভিযান ছাড়া তাঁদের কাছে কোনও উপায় ছিল না বলেও মন্তব্য। শেষমেশ মুখ্যসচিবের সঙ্গে দেখা করে নিজেদের একাধিক দাবির কথাই আরও একবার তুলে ধরতে চান তাঁরা।

মুখ্যসচিবের সঙ্গে দেখা এবং বৈঠক করার অনুমতি পাওয়ার আগে পর্যন্ত কার্যত উত্তপ্ত ছিল নবান্ন চত্বরের পরিস্থিতি। মল্লিক ফটকে পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিশের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখানোর অভিযোগ ওঠে। বচসার পরিস্থিতি তৈরি হয়। এই সময়ই প্রতিবাদী চাকরিহারারা বলতে শুরু করেন, ‘রাজ্য সরকার অযোগ্যদের প্রোটেকশন দিচ্ছে, আর যোগ্যদের আটকাচ্ছে।’ পরবর্তী সময়ে নবান্নে প্রবেশের অনুমতি পেয়েই তাঁদের ২০ জন প্রতিনিধি বৈঠকের প্রস্তুতি নিয়ে রওনা দিয়েছেন নীল-সাদা বাড়ির উদ্দেশে।

আরও পড়ুনঃ বাবা-মা চুপ! ৩ বছরের নিষ্পাপ শিশুকে ‘ধর্ষণ’; গুণধর নিজেই ভাইরাল করল কীর্তি

‘যোগ্য’ চাকরিহারাদের শুরু থেকেই দাবি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান তাঁরা। সে কারণেই নবান্ন অভিযানের ডাক দেন। তবে এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব নয়, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তাই এখন মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করতেই মুখিয়ে তাঁরা।

এই মুহূর্তে

আরও পড়ুন