দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে বিস্ফোরক ভর্তি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যু সারা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় ধাক্কা দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার পরই প্রশ্ন উঠেছিল এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে বিস্ফোরক সহ একটি গাড়ি মেট্রো স্টেশনের মুখ পর্যন্ত পৌঁছে গেল? কোথায় ফাঁক রইল নজরদারিতে? এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে গিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে ভারতীয় রেল এবং মেট্রো রেল কর্তৃপক্ষ। আর সেই ভাবনা থেকেই কলকাতা মেট্রো রেলে এআই-চালিত নজরদারি ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভেঙ্গে যাবে INDIA, অস্তিত্বই সঙ্কটে; চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বিহার
কলকাতা মেট্রোর শীর্ষ কর্তাদের দীর্ঘ বৈঠক শেষে জানানো হয়েছে, শীঘ্রই মেট্রোর বিভিন্ন স্টেশনে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্যামেরা বসানো হবে।
এই ক্যামেরাগুলি শুধু ভিডিও রেকর্ড করবেই না, বরং সন্দেহজনক ব্যক্তি, অস্বাভাবিক গতিবিধি, নিষিদ্ধ বস্তু অথবা কোনও অচেনা আচরণ সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে। এর ফলে ম্যানুয়াল নজরদারির যে সীমাবদ্ধতা থাকে, তা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ বিজ্ঞানচর্চায় সর্বভারতীয় মঞ্চে জয়জয়কার নকশালবাড়ির দেশবন্ধুপাড়ার শৌভিতের
নতুন এআই ক্যামেরাগুলি ২৪ ঘণ্টা রিয়েল টাইম বিশ্লেষণের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে। কারও আচরণ অস্বাভাবিক হয়ে উঠলে, কেউ বারবার একই জায়গায় ঘোরাফেরা করলে, কিংবা কোনও ব্যাগ বা বস্তুকে সন্দেহজনকভাবে ফেলে রেখে গেলে সিস্টেম তা তৎক্ষণাৎ চিহ্নিত করবে এবং কন্ট্রোলরুমে সতর্কবার্তা পাঠাবে। এর পাশাপাশি মেট্রো স্টেশনের বাইরে পার্কিং জোন এবং প্রবেশদ্বারেও এআই ক্যামেরা বসানো হবে, যাতে সন্দেহজনক গাড়ি বা ব্যক্তি আগেই নজরে আসে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এআই নজরদারি শুধু নাশকতা রোধেই নয়, দুর্ঘটনা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেউ যদি প্ল্যাটফর্ম থেকে লাফ দিতে উদ্যত হয়, বা আচমকা মেট্রো লাইনের দিকে অস্বাভাবিকভাবে এগিয়ে আসে, তাহলে ক্যামেরা তা শনাক্ত করে আগাম সতর্কবার্তা দেবে। এতে ট্রেন চালক ও কন্ট্রোলরুম দ্রুত ব্যবস্থা নিতে পারবেন, এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।









