ক্রিকেট ও ধর্মের মিলন রূপ যেন এবারও নজর কাড়ছে পুরীর জগন্নাথ ধামে। ৯ ডিসেম্বর কটকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম টিকিটটি তুলে দেওয়া হল জগন্নাথদেবের পাদপদ্মে। এই অভিনব প্রচেষ্টা নিয়ে দর্শক ও ভক্তরা ইতিমধ্যেই উত্তেজনায় মেতেছেন।
আরও পড়ুনঃ চাপানউতোর তুঙ্গে, ধুয়েমুছে সাফ তৃণমূল; রাজনৈতিক মহলে নতুন আলোচনার ঢেউ
ওডিশা ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় বেহেরা জানিয়েছেন, “প্রথম টিকিটটি আমরা প্রতীকীভাবে জগন্নাথদেবের হাতে দিয়েছি।

তাঁর আশীর্বাদ নিয়ে আমরা এই ম্যাচ আয়োজন করব। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ মুহূর্ত।”
গত ফেব্রুয়ারি কটকের বরাবাড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারতের ওয়ানডে ম্যাচে দর্শকদের ভীড় ছিল অভূতপূর্ব। এবারও এমন সাড়া প্রত্যাশা করছেন ক্রিকেট কর্তারা। টিকিট বিক্রি শুরু হওয়ার আগে এই অভিনব উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ‘জয় জগন্নাথ’ লিখে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ আজ শীতের আবহে কতটা নামবে উষ্ণতার পারদ
শুধু টিকিটের প্রার্থনা নয়, আগামী টি-টোয়েন্টি সিরিজেও ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজে টেস্ট পর্বে হারের পর প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস ধরে রেখেছে ভারত। অধিনায়ক শুভমান গিলকে ছাড়াই ভারত সিরিজ জয় দখল করার চেষ্টা করবে। তবে গিলের খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে।
উল্লেখ্য, বরোদার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হার্দিক পাণ্ডিয়ার কামব্যাক হতে চলেছে। টি-টোয়েন্টি সিরিজে তাঁকে দেখার আশা ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুঙ্গে। এহেন মিশ্র উত্তেজনা ও ভক্তদের আধ্যাত্মিক আশীর্বাদের মধ্যে ৯ ডিসেম্বর কটকের স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের খেলা হবে, যেখানে ক্রীড়ার সঙ্গে সংস্কৃতির এই মিলন এক নতুন রঙ যোগ করবে।









