মাসের প্রথমদিনেই দারুণ খবর। খরচ কমল সাধারণ মানুষের। কমে গেল রান্নার গ্যাসের দাম। গত মাসে দাম বাড়লেও, নভেম্বর মাসের প্রথম দিনেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সামান্য কমল। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে। এবার থেকে ১৯ কেজির এলপিজি গ্যাস কিনতে খরচ পড়বে, জেনে নিন-
প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুল্যমূল্য বিচার করে এবং সেই অনুযায়ী পর্যালোচনা করে দেশে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় বা কমায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্ব বাজারের দাম পর্যালোচনা করেই ভারতের অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমাল।
আরও পড়ুনঃ শুক্লা দশমীতে ধ্রুব যোগে শতভিষা নক্ষত্র, ভাগ্যে উন্নতি এই চার রাশির
ইন্ডিয়ান অয়েলের (IOCL) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ১ তারিখে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকার কমেছে। দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকার কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা হয়েছে।
কলকাতাতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবথেকে কমেছে। সিলিন্ডার পিছু সাড়ে ৬টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম।
আরও পড়ুনঃ একযোগে ইস্তফা ৬৫ সিপিআই(এম) সদস্যের, লাল দূর্গে ভাঙনের সুর
কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৬৯৪ টাকা। চেন্নাইতে সাড়ে ৪ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ১,৭৫০ টাকা।
তবে গৃহস্থের বাড়িতে ব্যবহার হওয়া ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। মুম্বইতে ৮৫২ টাকা ৫০ পয়সা ও চেন্নাইতে ৮৬৮ টাকা ৫০ পয়সা দাম রয়েছে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের। শেষবার ৮ এপ্রিল ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়েছিল। সেই সময় ৫০ টাকা দাম বেড়েছিল ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের।





