Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাLunar Eclipse 2025: ‘ব্লাড মুন’! ৩ ঘন্টা ২৯ মিনিট; রাত ফুরোলে চন্দ্রগ্রহণ

Lunar Eclipse 2025: ‘ব্লাড মুন’! ৩ ঘন্টা ২৯ মিনিট; রাত ফুরোলে চন্দ্রগ্রহণ

এই সময়ে চাঁদ লালাভ আভায় আবৃত হয়ে উঠবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যায় তো বটেই, এই বিশেষ ঘটনার ধর্মীয় দিক থেকেও এর তাৎপর্য রয়েছে। এবছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, রবিবার রাতে। এই সময়ে চাঁদ লালাভ আভায় আবৃত হয়ে উঠবে। যাকে অনেকে ‘ব্লাড মুন’ বলেন। আবার ভারত থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ফলে প্রযোজ্য হবে সূতক কালও।

আরও পড়ুনঃ স্কুল পোশাকে বহুতল আবাসন থেকে ঝাঁপ! আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী  

এই চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৭ মিনিটে। শেষ হবে ৮ সেপ্টেম্বর ভোর ১টা ২৬ মিনিটে। চন্দ্রগ্রহণের মোট স্থায়িত্ব প্রায় ৩ ঘন্টা ২৯ মিনিট।

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, গ্রহণ রাত ১১টা থেকে ১২টা ২২ মিনিট পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এই সময় চাঁদকে সবচেয়ে বেশি লালাভ দেখাবে।

সূতক কাল শুরু হবে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫৭ মিনিটে। চলবে গ্রহণের শেষ পর্যন্ত, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর ১টা ২৬ মিনিটে শেষ হবে।

আরও পড়ুনঃ ফিরবে নস্ট্যালজিয়া? হঠাৎ ২০১৪ সালে বন্ধ হওয়া ফিচারকে ফেরাচ্ছে ফেসবুক

সূতক কালে হিন্দু শাস্ত্র অনুযায়ী মন্দিরের দরজা বন্ধ থাকে। কোনও শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠান এই সময় সম্পূর্ণ নিষিদ্ধ। আর কী কী করা থেকে বিরত থাকতে হবে?

ভারতে দিল্লি, মুম্বই, কলকাতা, পুনে, লখনউ, হায়দরাবাদ ও চণ্ডীগড়সহ প্রায় সব জায়গা থেকে গ্রহণ দৃশ্যমান হবে। এছাড়াও, দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চল এবং অ্যান্টার্কটিকার কিছু অংশে।

এই মুহূর্তে

আরও পড়ুন