Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশAgartala: বয়স মাত্র ১৪ মাস, তাঁকেও ছাড়ল না! ধর্ষণ করে খুন ত্রিপুরায়

Agartala: বয়স মাত্র ১৪ মাস, তাঁকেও ছাড়ল না! ধর্ষণ করে খুন ত্রিপুরায়

ধর্ষণের পর খুন করে পুঁতে দেওয়া হল ওই শিশুকন্যাকে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বয়স মাত্র ১৪ মাস, তাঁকেও ছাড়ল না! যৌন লালসার শিকার ১৪ মাসের শিশু। ধর্ষণের পর খুন করে পুঁতে দেওয়া হল ওই শিশুকন্যাকে। ধানজমি থেকে উদ্ধার করা হল ওই শিশুকন্যার দেহ।

আরও পড়ুনঃ “তালিবানি শাসন চলছে দেশে”! রাজ্যব্যাপী আন্দোলন গড়ার ডাক নিখিল বঙ্গ মহিলা সংঘের

অভিযোগ, এক দিনমজুর ওই শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করেছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ত্রিপুরায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর ঘটনাটি ঘটেছে। বাসিন্দা অভিযুক্ত ওই শিশুকন্যার প্রতিবেশী। তাঁর পরিবারের সঙ্গে সুসম্পর্কও ছিল। ঘটনার দিন অভিযুক্ত ওই শিশুকন্যাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে বের হন।  এরপরই শিশুকন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর শিশুটিকে মেরে ফেলে পাশেরই একটি ক্ষেতে পুঁতে দেন।

আরও পড়ুনঃ আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী, ঘুম ছুটেছে পুলিশ ও প্রশাসনের কর্তাদের

ত্রিপুরার পানিসাগরে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত অসমের শিলচরের বাসিন্দা। ত্রিপুরায় তাঁর মামাবাড়ি। সেখানেই এসেছিলেন। ক’দিনেই ওই শিশুকন্যার পরিবারের সঙ্গে ভাব জমায়। ১১ অক্টোবর শিশুটি ভাত খেতে চাইছিল না, তাঁকে খাওয়ানোর নাম করেই অভিযুক্ত শিশুকে বাড়ির বাইরে নিয়ে যায়। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায়, গ্রামের বাসিন্দারা শিশুটিকে খুঁজতে বের হয়। তারপরও না মেলায়, রাত ৮টায় পুলিশে অভিযোগ দায়ের করে শিশুর পরিবার।

পরেরদিন একটি ধানজমি থেকে শিশুকন্যার দেহ উদ্ধার হয়। দেহটি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে এবং তারপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।  অপরাধের পর অভিযুক্ত ফের অসমে পালিয়ে গিয়েছিল। পুলিশ তাঁকে নিলমবাজার থেকে গ্রেফতার করে। আজ তাঁকে আগরতলার আদালতে পেশ করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন