বুধবার জানা গেছিল, মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে ৩০ এপ্রিল। পর্ষদের তরফে তারিখ ঘোষণা না হলেও, জল্পনা ছিল এমনটাই। কিন্তু সেই সঙ্গেই আশঙ্কা ঘনিয়েছিল শিক্ষকদের আন্দোলনের কারণে ফলপ্রকাশ পিছিয়ে যাওয়ার। ‘দ্য ওয়াল’-এ প্রকাশিতও হয়েছিল সে খবর। আজ, বৃহস্পতিবার জানা গেল, ৩০ এপ্রিল নয়, ফল প্রকাশিত হচ্ছে ২ মে। গত বছরও এই দিনই ফল প্রকাশ হয়েছিল।
আরও পড়ুন: এস এস সি ইস্যুতে এস ডিও অফিস ঘেরাও বিজেপির
রাজ্যজুড়ে ২০১৬-র এসএসসির প্যানেল বাতিল নিয়ে আন্দোলনে চাকরিহারারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসির সামনে লাগাতার অবস্থানে বসেছেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের স্কুলে ফিরে যেতে বললেও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এমন পরিস্থিতিতে ঠিক সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তার মাঝেই গুঞ্জন শুরু হয়েছিল ৩০ এপ্রিল ফল প্রকাশ নিয়ে। শিক্ষামন্ত্রীও জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। এই আবহেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা হল পর্ষদের তরফে।
পর্ষদের এক আধিকারিক বুধবার জানান, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, ৩০ এপ্রিল মাধ্যমিকের তালিকা প্রকাশ করা হবে। তবে ওই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। তাই তারিখটি নিয়ে সংশয় শুরু হয়। সেক্ষেত্রে ৩০ এপ্রিলের পরিবর্তে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন: বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ কুণালের
আপাতত এই মর্মে শুরু হল প্রহর গোনা। ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন।