কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
শিবরাত্রি শেষ হয়ে গেছে আজ সকালেই। ভোর থেকেই আজকেও মন্দিরে মন্দিরে ভিড় দেখতে পাওয়া গেছে। এক বছর পরেই আসে এই সুযোগ। তাই এই সুযোগকে হাতছাড়া করতে চান না কেউ। গতকাল শিলিগুড়িতে অন্যান্য জায়গার মতন ভিড় ছিল প্রচন্ড। যা আজকে সকাল থেকেও দেখতে পাওয়া গেছে।
আরও পড়ুন: Kolkata Metro: সরছে বিটি রোডের পাইপ! ব্যারাকপুর-বরানগর মেট্রো
মন্দির এদিন ভোর বেলায় খুলে যাওয়া হয়েছিল, ভক্তদের সুবিধার জন্য। ফুলের দোকানগুলিও খুলে গিয়েছিল একেবারে সকালে। যারা কালকে সময় করে উঠতে পারেননি, বা যাদের অসুবিধা ছিল, তারা সকালবেলাতেই শিবের মাথায় জল ঢালতে মন্দিরের উপস্থিত হয়েছিলেন। শিলিগুড়ির বেশ কয়েকটি মন্দির গতকাল রাতে শেষ হয়ে, আবার আজকে সকাল থেকেই খুলে দেওয়া হয়েছিল ভক্তদের সুবিধার জন্য।
আরও পড়ুন: Siliguri: নিজের ক্লাবকে নিয়ে এতটা ভাবেন বিধায়ক শংকর ঘোষ!
সাড়ে আটটা বাজার আগে থেকেই মন্দিরে উপচে পড়েছিল ভক্তদের ভিড়। তৈরি হয়ে গিয়েছিলেন পুরোহিত রাও। সকাল থেকেই তারা চলে এসেছিলেন মন্দিরে। সুবিধার জন্য এদিন মন্দিরের প্রবেশদ্বার সকালবেলা খুলে দিয়েছিল মন্দির কমিটি। সব মিলিয়ে দেবাদিদেব মহাদেবের জন্য ভক্তির কোনো ত্রুটি রাখেনি ভক্তরা।



