Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশCovid 19: ‘জাস্ট মেরে ফেল…’, ভাইরাল অডিয়ো ক্লিপ

Covid 19: ‘জাস্ট মেরে ফেল…’, ভাইরাল অডিয়ো ক্লিপ

মারণ সংক্রমণের সঙ্গে লড়াই, চিকিৎসকের খোঁজে ফোন করতেই ও’প্রান্ত থেকে তাঁর উত্তর, “রোগীকে মেরে ফেল”। চাঞ্চল্যকর এই ভাইরাল অডিয়ো ক্লিপকে ঘিরে শোরগোল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভয়ঙ্কর বললেও কম বলা হয়! মারণ সংক্রমণের সঙ্গে লড়াই, চিকিৎসকের খোঁজে ফোন করতেই ও’প্রান্ত থেকে তাঁর উত্তর, “রোগীকে মেরে ফেল”। চাঞ্চল্যকর এই ভাইরাল অডিয়ো ক্লিপকে ঘিরে শোরগোল। চিকিৎসক কীভাবে রোগীকে মেরে ফেলার কথা বলতে পারেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

জানা গিয়েছে, অডিয়ো ক্লিপটি মহারাষ্ট্রের লাতুরে এক সরকারি হাসপাতালের চিকিৎসকের। ২০২১ সালে যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল, হাসপাতালগুলি রোগীতে উপচে পড়ছিল, সেই সময়ের ঘটনা। সম্প্রতিই ওই চিকিৎসকের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। পুলিশ ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে।

আরও পড়ুন: ‘আসল’ রিপোর্ট পেয়েও ‘চুপ’ ছিল সরকার! নেতাজি নিয়ে ‘বড় চক্রান্ত’

অভিযুক্ত চিকিৎসকের নাম ডঃ শশীকান্ত দেশপাণ্ডে। ২০২১ সালে তিনি লাতুরের উদগির সরকারি হাসপাতালের অ্যাডিশনাল ডিস্ট্রিক সার্জন ছিলেন। ওই সময়ে কৌসার ফতিমা নামক করোনা আক্রান্ত এক রোগী ভর্তি হন। চিকিৎসাধীন থাকাকালীন এই ঘটনা ঘটে।

হাসপাতালের আরেক চিকিৎসক (ডঃ দাঙ্গে), ডঃ শশীকান্ত দেশপাণ্ডেকে ফোন করলে তিনি রোগীর চিকিৎসার পরামর্শ দেওয়ার বদলে তিনি সাফ বলেন, “কাউকে ঢুকতে দেবে না। ওই মহিলাকে জাস্ট মেরে ফেল”। জবাবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর অক্সিজেন সাপোর্ট ইতিমধ্য়ে কমিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: “আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না?” মোদীকে প্রশ্ন মমতার

ওই মহিলার স্বামীই পুলিশে অভিযোগ দায়ের করেন। এফআইআর অনুযায়ী, তিনি ওই সময়ে স্ত্রীর সামনেই উপস্থিত ছিলেন। ডঃ দাঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন, তাই ফোন স্পিকারে দেওয়া ছিল। ওপ্রান্ত থেকে ডঃ শশীকান্ত জানতে চেয়েছিলেন, কোভিড রোগীর জন্য আর কোনও বেড ফাঁকা রয়েছে কি না। ডঃ দাঙ্গে না বলার পরই ডঃ শশীকান্ত ভর্তি থাকা করোনা রোগী ফতিমাকে মেরে ফেলার কথা বলেন।

চলতি বছরের ২ মে দুই চিকিৎসকের বার্তালাপের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। পুলিশ ইতিমধ্যেই ওই চিকিৎসকের মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং তাঁর বয়ান রেকর্ড করেছে। অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন