Thursday, 10 July, 2025
10 July, 2025
HomeকলকাতাCalcutta High Court: ‘আমাকে বেকসুর খালাস করা হোক’, হাইকোর্টে আর্জি সঞ্জয়ের

Calcutta High Court: ‘আমাকে বেকসুর খালাস করা হোক’, হাইকোর্টে আর্জি সঞ্জয়ের

গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবনের সাজা দেয় শিয়ালদহ আদালত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আরজি কর খুন ও ধর্ষণ মামলায় নয়া মোড়। নিম্ন আদালত সাজা ঘোষণা করেছে মাস কয়েক আগে। এবার এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তাঁর দাবি, খুন ও ধর্ষণের মামলায় তাঁকে বেকসুর খালাস করা হোক। বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে হবে শুনানি।

আরও পড়ুন: হঠাৎই ভয়াবহ বন্যা নেপাল-চীন সীমান্তে, নিখোঁজ অন্তত ১৮, ভেসে গেল মিতেরি সেতু ও যানবাহন

গত বছর অগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। উদ্ধার হয় কর্তব্যরত চিকিৎসকের অর্ধনগ্ন দেহ। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয় পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আদালত তাঁকেই দোষী সাব্যস্ত করে, সাজাও ঘোষণা হয়।

গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় নিম্ন আদালত। সাজা ঘোষণার পর পর ৬ মাস কেটে গিয়েছে। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন সেই সঞ্জয় রায়। তাঁর আইনজীবী হিসেবে মামলা করেছেন কৌশিক গুপ্ত। আজ, বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। বিচারপতি বসাক জানিয়েছেন, সব পক্ষকে নোটিস দিতে হবে, তারপর হবে শুনানি। আগামী সপ্তাহে বুধবার এই মামলার শুনানি রয়েছে।

আরও পড়ুন: মানচিত্র বিভ্রাট! বিহার হয়ে গেল বাংলা! 

এই আবেদনের কথা শুনে অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। এই আবেদনের পিছনে রাজ্য সরকাররের মদত আছে বলে অভিযোগ তিলোত্তমার পরিবারের। তাঁদের বক্তব্য, আদালতে যে কেউ দ্বারস্থ হতেই পারে, তবে নিয়মমাফিক তাঁদের চিঠি দিতে হবে। কিন্তু সেই চিঠি তাঁরা পাননি হাইকোর্টের তরফে।

এদিকে, আরজি করে ঘটনাস্থল পরিদর্শনের যে আর্জি তিলোত্তমা বাবা-মা করেছিলেন, তা এদিন খারিজ করে দিয়েছে শিয়ালদহ আদালত।

এই মুহূর্তে

আরও পড়ুন