বঙ্গবার্তা: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার (৭ মে) ‘অপারেশন সিন্দুর’-এ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অভিযানের প্রশংসা করেন এবং সরকারের প্রতি সংহতি জানান।
তিনি এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন,
“পাকিস্তান ও পিওকে থেকে উদ্ভূত সমস্ত রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটি সুদৃঢ় জাতীয় নীতি রয়েছে। আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও সংকল্পের জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমরা তাঁদের এই সাহসিকতাকে আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি আরও লেখেন,
“পাহালগামে সন্ত্রাসী হামলার দিন থেকেই ভারতীয় জাতীয় কংগ্রেস সরকারের ও সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাস দমনে যেকোনো কড়া পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহমত পোষণ করেছি। জাতীয় ঐক্য ও সংহতিই এখন সবচেয়ে বড় প্রয়োজন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পূর্ণভাবে আমাদের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। অতীতেও আমাদের নেতারা জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখেছেন, এবং তা আজও আমাদের কাছে শ্রেষ্ঠ।”
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স-এ লেখেন,
“আমাদের সশস্ত্র বাহিনীর ওপর গর্বিত। জয় হিন্দ!”
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন,
“পাকিস্তান এবং পিওকে-তে সন্ত্রাসবাদের সমস্ত উৎস নির্মূল করার বিষয়ে ভারতের অঙ্গীকার কঠোর হওয়া উচিত এবং তা সর্বদা জাতীয় স্বার্থের উপর ভিত্তি করেই হওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন,
“এটি ঐক্য এবং সংহতির সময়। ২২ এপ্রিল রাত থেকেই কংগ্রেস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে পাহালগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সরকারের পাশে থাকবে। আমরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছি এবং থাকব।”