Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গMamata Banerjee: মাঝরাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারা! নেপালে অশান্তির...

Mamata Banerjee: মাঝরাতে হঠাৎ উত্তরকন্যায় মমতা, ছুটে এলেন পুলিশ-প্রশাসনের কর্তারা! নেপালে অশান্তির জেরে কী ঘটল?

মঙ্গলবার মাঝরাতে আচমকাই উত্তরবঙ্গে রাজ্য প্রশাসনের প্রধান সচিবালয় উত্তরকন্যায় হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

মাঝরাতে উত্তরকন্যা এসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কন্যাশ্রীতে ছিলেন মুখ্যমন্ত্রী।

কিন্তু নেটওয়ার্কের সমস্যা দেখা দেওয়ায় সেখানে আর রাত্রিবাস করতে চাননি মুখ্যমন্ত্রী। প্রথম সারির কোনও টেলিকম সংস্থারই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না কন্যাশ্রীতে। সেই জন্যই তড়িঘড়ি এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুনঃ “প্রতিবেশী ভাল থাকলেই আমরা ভাল থাকব, নয়াদিল্লি-নেপাল সম্পর্ক নিয়ে মন্তব্য নয়, বললেন মুখ্যমন্ত্রী

কন্যাশ্রীতে জিও থেকে এয়ারটেল কোনও নেটওয়ার্ক কাজ করছিল না। অথচ কাছেই নেপালে অস্থির পরিস্থিতি। কন্যাশ্রীতে থেকে কোনও খবর পাচ্ছিলেন না মুখ্যমন্ত্রী। তাই উত্তর কন্যায় এসে উঠেছেন মাঝরাতে।

আরও পড়ুনঃ জ্বালামুখী নেভাতে দুই তরুণ মুখ নিয়ে জল্পনা; সংকটে কে হবেন সঙ্কটমোচন

মঙ্গলবার মমতা যখন রওনা হয়েছিলেন, তখন নেপাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নেপাল নিয়ে কোনও মন্তব্য করব না। এটা ভারত সরকারের বিষয় আমরা প্রতিবেশী দেশদের ভালবাসি। চাই সবাই শান্তিতে থাকুক। প্রতিবেশী ভাল থাকলেই আমরা ভাল থাকব।”

রাজধানী কাঠমান্ডু-সহ বিভিন্ন শহর উত্তপ্ত, রাস্তায় নেমে আসা জনতার সঙ্গে পুলিশ ও সেনার সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করেছে। একাধিক শহরে সরকারি দফতরে আগুন, ইট-পাথর ছোড়াছুড়ি, ভাঙচুর— সব মিলিয়ে দেশ কার্যত বিধ্বস্ত। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নেপাল সীমান্ত নিয়ে কেন্দ্র এখনও আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। তবে আমরা আমাদের পক্ষ থেকে শিলিগুড়ি, কালিম্পং-সহ প্রত্যেকটি এলাকায় শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করছি।”

এই মুহূর্তে

আরও পড়ুন