Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাDilip-Mamta: সৌজন্যের নজির! দিলীপকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর! পুলিশের হাত দিয়ে পাঠালেন ফুল,...

Dilip-Mamta: সৌজন্যের নজির! দিলীপকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর! পুলিশের হাত দিয়ে পাঠালেন ফুল, মিষ্টি

দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতবিরোধ প্রবল। তৎসত্ত্বেও রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউ টাউনে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার অর্থাৎ ৪ বৈশাখের সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অকৃতদার দিলীপ ঘোষ ।

বৃহস্পতিবার বিকেল থেকেই যা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। শুক্রবার দুপুরে নিউটাউনে বিজেপি নেতা দিলীপের বাড়িতে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা পত্রর পাশাপাশি পুলিশের হাত দিয়ে পাঠালেন ফুল, মিষ্টিও।

আরও পড়ুন: জারি অরেঞ্জ অ্যালার্ট! হাওড়া-কলকাতা-নদিয়ার বাসিন্দাদের জন্য বড় আপডেট

মুখ্যমন্ত্রীর তরফে এদিন নবান্ন থেকে পুলিশের এক প্রতিনিধি নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে আসেন। সেখানেই ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা পত্র দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি।

দিলীপ ঘোষ যে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন, বৃহস্পতিবার বিকেলে প্রথম এই খবর ‘ব্রেক’ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। টুইটে কুণাল লেখেন, ‘সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা।’

আরও পড়ুন: দিলীপের বিয়ে; বাড়িতে হঠাৎ সাপ

এর খানিক পরেই তিনি আবার একটি টুইট করে লেখেন, ‘দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না।‘

দিলীপ অবশ্য ফোন ধরেননি। তবে ঘোষবাবুর হবু স্ত্রী রিঙ্কু মজুমদার বৃহস্পতিবার সন্ধেয় টেলিফোনে বঙ্গবার্তার কাছে বিয়ের সত্যতা স্বীকার করে নেন। তিনি বলেন, “হ্যাঁ, কাল আমাদের বিয়ে!”

তারপর থেকেই উল্কা গতিতে শাসক-বিরোধী উভয় শিবির থেকে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে নব দম্পতির উদ্দেশে। এবার বিয়ের আগে বিজেপি নেতা দিলীপকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে মাতামাতি শুরু হয়েছে নেট মাধ্যমেও। বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্করাও করছেন। যা নিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঝাঁঝের সুরেই বলেছেন, “দিলীপ ঘোষের বিয়ে, এর মধ্যে অস্বাভাবিক কি রয়েছে? বিশেষ করে আমরা যেখানে কলকাতায় থাকি!” সুকান্ত বোঝাতে চেয়েছেন, বয়সটা কোনও ফ্য়াক্টরই নয়, আসল হল মনের মিল!

পরামর্শের সুরে তিনি এও বলেন, “বিয়ে বিষয়টা সবার জীবনের ব্যক্তিগত পরিসর, এতে কারও বেশি না ঢোকায় ভাল!”

এই মুহূর্তে

আরও পড়ুন