খাস কলকাতায় বডি মাসাজের নামে যুবককে ডেকে নিয়ে গিয়ে হেনস্তার অভিযোগ। অশ্লীল ছবি তুলে ভাইরাল করে দেওয়া হুমকি! মারধর করে সোনার আংটি, হাজার, হাজার টাক কেড়ে নেওয়া ও ক্রেডিট কার্ড ব্যবহার করে লক্ষাধিক টাকার ফোন অর্ডার দেওয়া অভিযোগ। নিউ মার্কেট থানায় অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হেনস্তার শিকার যুবক।
আরও পড়ুনঃ বড় বিপাকে শিল্পা শেট্টি, লুকআউট নোটিস জারি স্বামী রাজ-অভিনেত্রীর বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্তার শোভারাম সিস্ট্র এলাকার বাসিন্দা যুবকের সঙ্গে একটি অ্যাপের মাধ্যমে পরিচয় এক যুবকের। অভিযোগকারী যুবকের দাবি, ওই যুবক দিল্লির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দিয়ে বলেন তিনি বডি মাসাজ থেরাপিস্ট। পরিচয়ের পর কিছুদিন কথাবার্তার পর অভিযুক্ত যুবক, তাঁকে নিউ মার্কেট থানা এলাকায় একটি হোটেলে ডাকেন। ২১ আগস্ট ওই হোটেলে যান পোস্তার যুবক।
আরও পড়ুনঃ হাতে ভুয়ো আধার কার্ড, শিলিগুড়িতে পাকড়াও ইন্দোনেশিয়ান মহিলা
পোস্তার বাসিন্দা যুবকের অভিযোগ, হোটেলের রুমে ঢুকে তিনি দেখেন ঘরে আগে থেকেই একজন রয়েছেন। যুবক বডি মাসাজের জন্য জামা খোলার পর আরও দু’জন রুমে ঢোকেন বলে অভিযোগ। তারপর তাঁকে মারধর করে অশ্লীল ছবি তোলে তাঁরা। সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে যুবকের থেকে ২১ হাজার টাকা নগদ, সোনার আংটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহার করে ১ লক্ষ টাকার মোবাইলও কেনা হয় বলে থানায় লিখিত অভিযগ জানিয়েছেন পোস্তার যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



