Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBasanti: বৌদির কাটামুন্ডু হাতে হেঁটে চলেছে… এক হাতে কাটারি, হাড়হিম করা দৃশ্য...

Basanti: বৌদির কাটামুন্ডু হাতে হেঁটে চলেছে… এক হাতে কাটারি, হাড়হিম করা দৃশ্য বাসন্তীতে

চোখে-মুখে কোনও আতঙ্ক নেই। কোনও তাপ-উত্তাপ নেই। নির্দ্বিধায় হেঁটে চলেছেন এক যুবক। হাতে কাটা মুণ্ডু। ঝরছে কাঁচা রক্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এক হাতে দা, অন্যহাতে কাটা মুন্ডু! যা থেকে টপ টপ করে পড়ছে রক্ত! অথচ নির্বিকারভাবে সেই কাটা মুন্ডু হাতে নিয়েই গ্রামের রাস্তায় ঘুরল এক যুবক!

শনিবার সকালে এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রামের বাসিন্দারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রামে হইচই পড়ে যায়। ছড়ায় তীব্র আতঙ্ক। পরে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘প্লিজ, কাশ্মীরের জন্য তিনটি দিন রাখুন…’, আর্জি অভিষেকের

পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম বিমল মণ্ডল। জেরায় পুলিশকে সে জানিয়েছে, কাটা মুন্ডুটি তাঁর বৌদি শচী মণ্ডলের। কী কারণে বৌদিকে সে খুন করল তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে গ্রামের মাঠের রাস্তায় তাঁরা ওই যুবককে দেখে চমকে ওঠেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “সেই ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম এক উদভ্রান্ত যুবকের এক হাতেদা অন্যহাতে কিছু একটা রয়েছে যা দিয়ে রক্ত পড়ছে। কাছে আসতে দেখি এক মহিলার মাথা! ভয়ে আঁঁতকে উঠি!”

আরও পড়ুন: আধার ও ইউপিআই-এর পর প্রধানমন্ত্রী মোদির পরবর্তী ডিজিটাল বিপ্লব

স্থানীয়রাই থানায় ফোন করেন। এরপরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। এর আগে বোনের মুন্ডু কেটে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার নাদিয়ালে। বাসন্তীর ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন