spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeউত্তরবঙ্গDarjeeling Orenges: জিআই ট্যাগ পেল দার্জিলিঙে চাষ হওয়া ম্যান্ডারিন কমলা! কৃষকদের আশা,...

Darjeeling Orenges: জিআই ট্যাগ পেল দার্জিলিঙে চাষ হওয়া ম্যান্ডারিন কমলা! কৃষকদের আশা, বাড়বে বিক্রি

ম্যান্ডারিন কমলা পাহাড়ে ‘সুনতালে’ নামে পরিচিত। শীতকালীন ওই ফলের চাহিদা রয়েছে দেশের পাশাপাশি বিদেশেও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলা আনুষ্ঠানিক ভাবে ভারতের জিআই ট্যাগ পেল। এ বার জিআই ট্যাগ নিয়েই নতুন করে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ম্যান্ডারিন। এই ম্যান্ডারিন কমলা পাহাড়ে ‘সুনতালে’ নামে পরিচিত।

আরও পড়ুনঃ অবাধ প্রবেশ পশ্চিমের শীতল হাওয়ার; বাংলায় এবার শীত সত্যি এল

শীতকালীন ওই ফলের চাহিদা রয়েছে দেশের পাশাপাশি বিদেশেও। অনেক বছর ধরেই ম্যান্ডারিনের জিআই তকমা চেয়ে দাবি উঠেছিল। ম্যান্ডারিন হল রাজ্যের ১১তম কৃষিজাত দ্রব্য যা জিআই ট্যাগ পেল।

২০২৪ সালে আবেদনটি হস্তান্তর করা হয় দার্জিলিং অরেঞ্জ গ্রোয়ার্স প্রোডিউসার অর্গানাইজেশনের কাছে। যারা মূল আবেদনকারী হিসেবে প্রক্রিয়াটি সম্পন্ন করে। আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই, মূল্যায়ন, শুনানি এবং পরীক্ষানিরীক্ষার সব ধাপ পেরিয়ে ২০২৫ সালের ২৪ নভেম্বর জিআই স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ কৃষ্ণা প্রতিপদে সিদ্ধ যোগ, শুক্রবারে প্রতিটি কাজে সফল হবে এই চার রাশি

অন্য দিকে, গত এক দশকে দার্জিলিং ও কালিম্পঙে কমলার উৎপাদন কমে গিয়েছে। রোগ-পোকার আক্রমণ, মাটির সমস্যা, আবহাওয়ার পরিবর্তনের কারণে বার্ষিক উৎপাদন নেমে এসেছে মাত্র ১,১৫০ মেট্রিক টনে। ফলে চাষিরা চরম ক্ষতির মুখে পড়েন। জিআই ট্যাগ পাওয়ায় দেশ-বিদেশে এর বাজার বাড়বে এবং চাষিরা আরও ভাল দামে বিক্রি করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘দারুণ খুশির খবর যে, ম্যান্ডারিন জিআই ট্যাগ অর্জন করেছে। কেন্দ্র সরকারের সুনতালে প্রকল্প আরও বেশি করে এ বার পাহাড়ে কার্যকর করা হবে। এর আগে পাহাড়ে ডোলে খোরসানি জিআই ট্যাগ পেয়েছে। আমাদের লক্ষ্য থাকবে আগামীতে পাহাড়ের দারচিনি, আদা, ইসকাস পাল্ম, রাই শাঁক যাতে জিআই ট্যাগ অর্জন করে।”

এই মুহূর্তে

আরও পড়ুন