দীর্ঘ জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র। আজই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নবান্ন থেকে পাঠানো প্রস্তাবে কেন্দ্র সাড়া দেওয়ায় তিনি ছয় মাস আরও মুখ্যসচিব পদে বহাল থাকছেন। সূত্রের খবর, প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৩ সালের জুন মাসে মুখ্যসচিব হন মনোজ পন্থ। তাঁর নেতৃত্বে রাজ্য প্রশাসন পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দফা সামলেছে।
আরও পড়ুন: ফের নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত এলাকারই টোটো চালক
সিনিয়র আইএএস তথা অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে এর আগে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে সেচ দফতরে পাঠিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে রাজ্যের নতুন অর্থসচিব করা হয় অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। কিন্তু সে’বার নবান্নের নাটকীয় বদলে সেই পন্থকেই রাজ্যের মুখ্য সচিব হিসেবে বেছে নেন মমতা।
আরও পড়ুন: যুবককে উত্তমমাধ্যম! নগ্ন হয়ে মহিলাদের সঙ্গে ধস্তাধস্তি
প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।