Friday, 4 July, 2025
4 July, 2025
Homeলাইফ-স্টাইলRelationship: কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার প্রেমিকা অন্যের শয্যাসঙ্গিনী

Relationship: কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার প্রেমিকা অন্যের শয্যাসঙ্গিনী

একসঙ্গে একাধিক সম্পর্কে জড়াচ্ছেন অনেকেই। বহুক্ষেত্রেই দেখা যায় অপর প্রান্তে থাকা মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাঁরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বর্তমান যুগে সম্পর্কের সংজ্ঞা বদলেছে। যত দিন যাচ্ছে ততই নাকি সম্পর্কে কমছে বিশ্বাসযোগ্যতা। একসঙ্গে একাধিক সম্পর্কে জড়াচ্ছেন অনেকেই। বহুক্ষেত্রেই দেখা যায় অপর প্রান্তে থাকা মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাঁরা। প্রেমের সম্পর্কে আপনিও প্রতিদিন ধোঁকা খাচ্ছেন? প্রেমিকা কি অন্য কারও সঙ্গে সম্পর্ক রাখছেন? তাঁর সঙ্গে মাতছেন যৌনতায়? সন্দেহ হলেও প্রেমিকাকে জিজ্ঞাসা করতে পারছেন না? তবে জানেন কি, কয়েকটি পরিবর্তন খেয়াল করলে তা নিশ্চিত হওয়া সম্ভব।

আরও পড়ুন: গঙ্গার ঘাটে বসে দুই সাধুবাবা! হাত জোড় করলেই ‘সাধুবাবার প্রসাদ’!

রেগে গেলে কিংবা দুঃখ পেলে আগে একরকম ব্যবহার করতেন। বর্তমানে কি তাঁর আবেগ প্রকাশের ধরন বদলে গিয়েছে? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে খতিয়ে দেখা প্রয়োজন আপনার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও জটিলতা তৈরি হয়েছে কিনা।
প্রেমিকা কি ধীরে ধীরে আপনার প্রতি আগ্রহ হারাচ্ছেন? কাছাকাছি আসা তো দূর অস্ত। তিনি কি আপনার চোখে চোখ রেখে কথা বলাও ছেড়ে দিয়েছেন? তেমন হলে অবশ্যই বুঝতে হবে আপনার ও তাঁর দূরত্ব তৈরি হয়েছে।
আপনার সঙ্গে কথা বলছেন না? কিংবা কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন? প্রেমিকা ঠিক তাঁর নিজের মধ্যে নেই বুঝতে পারছেন? মনে হচ্ছে তিনি যেন অন্য জগতে রয়েছেন? তাহলে হয়তো আপনার প্রেমিকা অন্য কারও সঙ্গে মগ্ন হলেও হতে পারেন।

এতদিন মোবাইল যেখানে সেখানে পড়ে থাকত। কার মেসেজ এল, আর কেই-ই বা ফোন করল, তা নিয়ে বিশেষ উত্তেজনাই ছিল না তাঁর। অথচ দিনকয়েক ধরে সে-ই প্রেমিকার বদল। দিনরাত স্মার্টফোনের নেশায় বুঁদ? হয় কিছু টাইপ করে চলেছেন নইলে মোবাইল স্ক্রিনে নজর? এমন লক্ষণ নাকি বেশ ইঙ্গিতপূর্ণ। অন্য কারও প্রেমে হয়তো তিনি গদগদ হলেও হতে পারেন।

আরও পড়ুন: দাঁড়াল কালো গাড়ি! কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

বহু তরুণী রূপচর্চার বিষয়ে তেমন আগ্রহী নন। তাঁরা বিউটি পার্লারে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে পছন্দ করেন না। জুতো কিংবা পোশাক নিয়েও বেশ উদাসীন। অথচ সেই মেয়েটিরই নাকি রাতারাতি পরিবর্তন। তিনি ঘনঘন যাচ্ছেন বিউটি পার্লারে, পোশাক-জুতো নিয়ে উদাসীনতাও নেই। এমন বদলও নাকি বেশ ভয়ংকর। আপনার ঘরে অন্য কেউ সিঁধ কাটল কিনা, সে বিষয়ে নিশ্চিত হোন।
দিনভর আগে আপনি কোথায় যেতেন, তা নিয়ে প্রেমিকার বিশেষ মাথাব্যথা ছিল না। অথচ সেই মানুষটিই নাকি এখন খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজ নিচ্ছেন। হতেও পারে হয়তো তাঁর নতুন প্রেমিকের সঙ্গে যাতে রাস্তাঘাটে দেখা হয়ে না যায়, সে কারণে আপনার গতিবিধি নিয়ে জানতে চাইছেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন