Monday, 4 August, 2025
4 August, 25
HomeদেশCharminar Fire: ঐতিহাসিক চারমিনারের কাছে ভয়াবহ আগুন! মর্মান্তিক মৃত্যু অন্তত ১৭ জনের

Charminar Fire: ঐতিহাসিক চারমিনারের কাছে ভয়াবহ আগুন! মর্মান্তিক মৃত্যু অন্তত ১৭ জনের

হায়দরাবাদ শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বহুতলে আগুন লাগে সেটি আবাসিক এবং বাণিজ্যিক, দুই কাজেই ব্যবহৃত হতো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনার এলাকার কাছে এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ, রবিবার ভোরবেলা এই অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপর্যয়।

আরও পড়ুন: হাত পেতে ঘুষ নিচ্ছে ‘গুণধর’ সিভিক, ভিডিয়ো ভাইরাল

দমকল দফতরের এক অফিসার জানিয়েছেন, ভোর ৬টা ৩০ মিনিট নাগাদ তাঁরা আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন। তখন আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছিল। বহু মানুষ ধোঁয়ায় শ্বাস আটকে অজ্ঞান হয়ে পড়েন এবং অনেকে ওই বহুতলের ভিতরেই আটকে যান।

মৃতদের মধ্যে একাধিক মহিলা এবং শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলব। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানাব।’

আরও পড়ুন: ইসরোর অভিযান ব্যর্থ, রকেট থেকে মহাকাশে নামানো গেল না কৃত্রিম উপগ্রহ! উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে বিপত্তি

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন, দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করতে।

ঘটনার জেরে হায়দরাবাদ শহরজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বহুতলে আগুন লাগে সেটি আবাসিক এবং বাণিজ্যিক, দুই কাজেই ব্যবহৃত হতো। ফলে, বাড়িটির ভিতরে প্রচুর মানুষ ছিলেন আগুন লাগার সময়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন