Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গDarjeeling: ভুতুড়ে ভোটার থাকবে না জেলা সভাপতি

Darjeeling: ভুতুড়ে ভোটার থাকবে না জেলা সভাপতি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ভুতুড়ে ভোটার থাকবেনা, ভয় পাওয়ার কিছু নেই আজকে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের  মুখ্য অফিসে এই দাবি করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।  তিনি জানালেন আমাদের দায়িত্ব যেটা ছিল ভুতুড়ে ভোটারদের খুঁজে বের করা এবং যাদের যেখানে ভোট আছে সে জায়গা ছাড়া অন্য জায়গা ভোট আছে নাকি সেটা দেখা। আমরা এই জায়গাটায় সফল হয়েছি, তবে এই ক্ষেত্রে আমাদের কর্মীদের অবদান অনেক।

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ! পাল্টা দোষারপের পালা চলছেই

আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করেছিলেন  সেই আশঙ্কায় সত্যি হয়েছে। মানুষ ভোট দিয়ে আমাদের যখন জয়ী করেছেন তখন আমাদের দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে। তাই আমাদের কাজ ২ জায়গায় যাদের ভোটার লিস্টের নাম আছে সেটা খুঁজে বার করা। সব ক্ষেত্রে যে সবাই দায়ী তা নয়, কোন ভুলবশত হয়তো ভোটার লিস্টের নাম উঠে গেছে। আমাদের সেই দায়িত্ব থেকে যায়  সেটা সংশোধন করার। জেলা সভাপতি আরও জানালেন আগামী দিনে এই ধরনের সমস্যা আরও উঠে আসবে, এবং আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকতে হবে। না হলে এই সমস্যা সমাধান করা যাবে না।

আরও পড়ুন: রঙের উৎসব একদিন পরে শিলিগুড়িতে উত্তেজনা তুঙ্গে

জেলা সভাপতি আরও জানালেন সারা বাংলা জুড়েই কাজ চলছে, এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এ কাজ সাহসের সাথে করে চলেছেন। তাই আমি মনে করছি ঠিক সময়ে করা সম্ভব হবে। বিধানসভা নির্বাচনের আগে আমাদের যথেষ্ট ভাবে সজাগ এবং সচেতন থাকা প্রয়োজন, আমাদের সেই দায়িত্ব পালন করে এগিয়ে দিতে হবে। তবে এই সমস্যার সমাধান হবে। জানালেন জেলা সভাপতি।

এই মুহূর্তে

আরও পড়ুন