মঙ্গলবার সন্ধ্যায় মাঝ আকাশে টার্বুলেন্সেপড়ে দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানের একটি ফ্লাইট (6E2142)। তীব্র শিলা বৃষ্টির ফলে বিমানে বিপজ্জনকভাবে ঝাঁকুনি শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে, পাইলট বাধ্য হন শ্রীনগর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) জরুরি অবস্থা ঘোষণা করতে।
বিমান সংস্থা সূত্রে খবর, যে সময় এই ঘটনা হয়, বিমানটি শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছে। প্রবল শিলাবৃষ্টির ফলে বিমানের সামনের অংশ, বিশেষ করে ‘নোজ কন’-এর কিছুটা অংশ ভেঙে যায়। তবে পাইলট ও ক্রুর তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটি সন্ধে ৬টা ৩০ মিনিট নাগাদ নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: তারাপীঠের মতো পুণ্যস্থানে এইসব! তুলে নিয়ে গেল পুলিশ
বিমানের ভেতর থেকে এক যাত্রী একটি ভিডিও করেন, যেটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে বড় বড় শিলা বিমানের গায়ে লাগছে এবং তাতে গোটা কেবিন প্রবলভাবে কাঁপছে। ততক্ষণে বিমানের ভিতরে শুরু হয়ে গেছে যাত্রীদের চিৎকার, আতঙ্ক ও কান্না। সকলকে আশ্বস্থ করেন ক্রু সদস্যরা।
শ্রীনগর বিমানবন্দরের আধিকারিকরা নিশ্চিত করেছেন, বিমানে থাকা ২২৭ জন যাত্রী এবং সমস্ত ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে বিমানের ক্ষতির মাত্রা এতটাই যে, তা ‘এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড’ (Aircraft on Ground বা AOG) হিসেবে ঘোষণা করা হয়েছে, যার অর্থ হল এই বিমানটি আপাতত মেরামতির জন্য উড়ানে ফিরছে না।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইন্ডিগো ফ্লাইট 6E2142 দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে ভয়ানক টার্বুলেন্সের মুখে পড়ে। পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে সব যাত্রী এবং ক্রু নিরাপদে সুস্থ রয়েছেন।’
আরও পড়ুন: সতর্কতা জারি! উঠেছে ঝড়, ‘ব্ল্যাকআউট’ পৃথিবীর নানা প্রান্তে! ছিটকে বেরোচ্ছে আগুনের গোলা
ইন্ডিগোও বিবৃতিতে এই কথা জানিয়েছে, ‘দিল্লি থেকে শ্রীনগরগামী 6E2142 ফ্লাইটটি শিলাবৃষ্টির মুখে পড়ে। ফ্লাইট ও কেবিন ক্রু সমস্ত প্রোটোকল মেনে চলে এবং বিমানটি নিরাপদে শ্রীনগরে অবতরণ করেছে। যাত্রীদের সুরক্ষিত রাখতে এয়ারপোর্ট টিম প্রয়োজনীয় পদক্ষেপ করে। বিমানের পরিদর্শন ও মেরামতির পরই এটি ফের পরিষেবা দিতে পারবে।