Saturday, 5 July, 2025
5 July, 2025
Homeদক্ষিণবঙ্গBankura: ফের নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত এলাকারই টোটো চালক

Bankura: ফের নাবালিকা ধর্ষণ! অভিযুক্ত এলাকারই টোটো চালক

অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়া:

বাঁকুড়ার সোনামুখীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

পরিবারের তরফে দায়ের করা অভিযোগ থেকে জানা যাচ্ছে, সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গতকাল সাইকেল করে এলাকার একটি দোকানে চিপস কিনতে যায়। সেই সময় আচমকাই হাজির হন স্থানীয় বাসিন্দা, পেশায় টোটো চালক সপ্তর্ষী নাগ ওরফে পিন্টু।

আরও পড়ুন: পুলিশের জালে প্রধান শিক্ষক; চোর সন্দেহে তৃতীয় শ্রেণির ছাত্রের গোপনাঙ্গে আঘাত!

অভিযোগ, পিন্টু ওই নাবালিকাকে তুলে নিয়ে যান স্থানীয় একটি পুকুরের পাড়ে। সকলের চোখের আড়ালে প্রথমে হেনস্থা ও পরে ধর্ষণ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কোনওরকমে ওই নাবালিকা বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

এরপরই নির্যাতিতার পরিবারের লোকজন অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে তাঁকে ধরে ফেলে ও সোনামুখী থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে নির্যাতিতার পরিবারের তরফে  লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন: চাপে শাসক তৃণমূল! দোলে সংসার! ঘরে অস্বস্তি মদন-কল্যাণ-মহুয়া বিরোধে, বাইরে জারি বিক্ষোভ

সোমবার অর্থাৎ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। স্থানীয়রাও নাবালিকার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন