Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যNarendra Modi: আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদী, ওয়াকফ-উত্তেজনার মাঝেই করতে পারেন সভা

Narendra Modi: আগামী সপ্তাহে রাজ্যে আসছেন মোদী, ওয়াকফ-উত্তেজনার মাঝেই করতে পারেন সভা

জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে আসছেন মোদী।

ওয়াকফ আইনের বিরোধিতায় বিগত কয়েক দিন ধরে রাজ্য উত্তাল। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ, ভাঙড় উত্তপ্ত হয়েছে। হিংসার ঘটনায় একাধিকের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত। এই পরিস্থিতির মধ্যে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন এমনই আভাস দেওয়া হয়েছিল বিজেপির তরফে। সেই জল্পনাই সত্যি হল। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন মোদী।

আরও পড়ুন: দাঁড়াতে হবে না টোল প্লাজায়! ১ মে থেকে বদলে যাচ্ছে টোল ট্যাক্সের নিয়ম

বিজেপি সূত্রে খবর, আগামী ২৪ এপ্রিল নদিয়ার রানাঘাট থানার হবিবপুর ছাতিমতলা মাঠে প্রশাসনিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন বেলা তিনটে নাগাদ প্রশাসনিক বৈঠকেও যোগ দিতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন, তিনি বা তাঁর সরকার ওয়াকফ আইন মানেন না। বাংলায় এই আইন লাগু হবে না। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই রাজ্যে হিংসা ছড়িয়ে পড়েছে। জেলায় জেলায় অশান্তি হচ্ছে এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্যে আসছেন মোদী।

ওয়াকফ নিয়ে যে উত্তেজনা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফ-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর দাবি, ‘প্ল্যান করে’ এই অশান্তি পাকানো হয়েছে। বাংলাদেশ থেকে লোক ঢুকতে দিয়েছে বিএসএফ। বাইরে থেকে লোক এনেছে বিজেপি। তারাই অশান্তির আগুন জ্বেলেছে। বুধবার নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জেম-বুদ্ধিজীবিদের সভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সাবধান! আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে এই সব রাশির জাতকদের!

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে এও বলেন, ”আপনাদের প্ল্যানিংটা কী? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন। তাতে আমার আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন?” পাশাপাশি অমিত শাহকে নিশানা করে তাঁর মন্তব্য ছিল, “স্বরাষ্ট্র মন্ত্রক কালীদাসের মতো হয়ে গেছে। যে ডালে বসে আছে, সেই ডাল কাটছে। আপনার এত তাড়া কীসের!” অমিত শাহকে আরও কটাক্ষ করে মমতা বলেন,  “আপনি তো প্রাইম মিনিস্টার কখনও হবে না। মোদী জি চলে গেলে কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। মোদীজিকে বলব ওনাকে একটু কন্ট্রোল করতে।”

স্বাভাবিকভাবেই বলা যায়, মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যর পর বঙ্গে রাজনৈতিক উত্তাপ অন্য মাত্রায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী ফের একবার বাংলা সফরে এসে ওয়াকফ ইস্যুতে কী বলেন, তার দিকে নজর থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন