Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গCoochbehar: মর্টার শেল মিলল কোচবিহারে, হইচই কাণ্ড

Coochbehar: মর্টার শেল মিলল কোচবিহারে, হইচই কাণ্ড

সকালে হেলাপাকরি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেড থেকে পাথর লোড করার সময় সেনাবাহিনীর একটি মর্টারসেল দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন দত্ত, কোচবিহার:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের নিন্দায় সরব গোটা দেশ। ছাব্বিশ জনকে খুন করেছে জঙ্গিরা। এই আবহের মধ্যেই এবার কোচবিহারে তুমুল হইচই। সেনার মর্টার শেল। কোচবিহারের চ্যাংড়াবান্ধা পাথরের বেডে সেনাবাহিনীর মর্টার শেল উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে মেখলিগঞ্জের ভোটবাড়ির হেলাপাকরি মোড় সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন: কঠোর জবাব দেব, প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে! পহেলগাঁও কাণ্ড নিয়ে ‘মন কী বাতে’ বললেন প্রধানমন্ত্রী

জানা গিয়েছে, রবিবার সকালে হেলাপাকরি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেড থেকে পাথর লোড করার সময় সেনাবাহিনীর একটি মর্টারসেল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসী মর্টারসেল দেখতে ভিড় জমাতে শুরু করে। বেডের ম্যানেজার তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টিকে জানিয়ে দেয়। উল্লেখ্য, চ্যাংড়াবান্ধায় এর আগেও বিভিন্ন বেড থেকে মর্টারসেল পাওয়া গিয়েছে। গত দুই বছর আগে সিকিমে বন্যার কারণে বাঁধ ভেঙে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে যায়। এরপর সেখান থেকে অনেক সেনাবাহিনীর অস্ত্র ভেসে যায় তিস্তায়।

আরও পড়ুন: বৃষ্টির ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ৫ ডিগ্রি কমে গেল তাপমাত্রা

বেডের ম্যানেজার ইশক আলি জানিয়েছে, তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল। সেখানে হয়ত সেনাবাহিনীর ওই মর্টার পাথরের সঙ্গে এখানে চলে এসেছে। অন্যদিকে মর্টার শেলের খবর পেয়ে ছুটে এসেছেন বিএসএফের আধিকারিকও।

এই মুহূর্তে

আরও পড়ুন