কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
গত পরশুদিন ক্রেতা সেজে এক সোনার দোকানে চুরি করবার অপরাধে এদিন পুলিশ গ্রেফতার করলো মা এবং মেয়েকে। দুজনের নাম আরতি বিশ্বাস এবং মধুরিমা বিশ্বাস (নাম পরিবর্তিত) দুজনে পরশুদিন শিলিগুড়ির একটি সোনার দোকানে ঢুকে একের পর এক বাছাই করা সোনা দেখতে থাকে।
আরও পড়ুন: Siliguri: “খাদ্য প্রেমিক চোর”! শিলিগুড়িতে গ্রেফতার
দোকান মালিক প্রথমে বুঝতে পারেননি, তারপর একের পর এক সোনা দেখতে পাড়ার ফাঁকে ফাঁকে তারা সরিয়ে নেয় হার এবং চুড়ি, পরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সবকিছু। উধাও দুজনকে খুঁজতে হন্যে হয়ে পড়ে পুলিশ। অবশেষে আজ দুজনকে গ্রেফতার করা হলো। দুজনেই জানিয়েছে তারা নির্দোষ, এই চুরির সাথে তাদের কোন সম্পর্কই নেই। এদিন দুজনকে দেখতে উৎসাহী জনতার ভিড় বাড়তেই থাকে।
আরও পড়ুন: Siliguri: কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের পুনঃ নবীকরণ এর কাজ, খতিয়ে দেখতে মেয়র
সোনার দোকানের মালিক জানিয়েছেন, ভদ্র বলে তিনি প্রথমে বুঝতে পারেননি। পরে যখন বুঝেছিলেন অনেক দেরি হয়ে গেছে।