spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাKaikhali: ভয়াবহ দুর্ঘটনা! সন্তানকে ছু়ড়ে দিলেন ফুটপাথে; মর্মান্তিক দুর্ঘটনা কৈখালিতে

Kaikhali: ভয়াবহ দুর্ঘটনা! সন্তানকে ছু়ড়ে দিলেন ফুটপাথে; মর্মান্তিক দুর্ঘটনা কৈখালিতে

সন্তানকে বাঁচাতে পারলেও, ট্রাকের চাকার নীচে পিষে গেলেন মহিলা যাত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভয়াবহ দুর্ঘটনা। সন্তানকে বাঁচাতে পারলেও, ট্রাকের চাকার নীচে পিষে গেলেন মহিলা যাত্রী। কৈখালি থেকে এয়ারপোর্টমুখী লেনে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ ইন্দ্র যোগের সঙ্গে বৈধৃতি যোগ, সন্ধের আগেই সুখবর এই চার রাশি

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে কৈখালির দিকে যাচ্ছিলেন হলদিরামের দিক থেকে। ইলেকট্রিক স্কুটারে করে তারা যাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে, চাকা স্কিড করে উল্টে যায় ইলেকট্রিক স্কুটারটি। ছিটকে পড়েন স্কুটারে থাকা তিনজন।

সেই সময়ই পাশ থেকে দ্রুতগতিতে আসছিল ১০ চাকার ট্রাক। বিপদ বুঝে নিজের প্রাণের পরোয়া না করে, আগে সন্তানকে উদ্ধার করেন পূজা। কোনওমতে কোলের সন্তানকে ছুড়ে দেন ফুটপাথের দিকে। তবে নিজেকে আর রক্ষা করতে পারেননি। ট্রাকটি ব্রেক কষলেও, অত্যন্ত দ্রুত গতি থাকায় সঠিক সময়ে দাঁড়াতে পারেনি। ওই মহিলার মাথা পিষে যায় ট্রাকের চাকার নীচে।

আরও পড়ুনঃ বিজয়ের সভার মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি; রেকর্ড ভাঙা শ্রোতা, শ্রেয়া ঘোষালের কনসার্টে পদপিষ্টের পরিস্থিতি

পথচলতি মানুষই কোনওমতে ওই মহিলা ও তাঁর স্বামী-সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী ও সন্তানের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে বাগুইহাটি থানার পুলিশ।

এই মুহূর্তে

আরও পড়ুন