Wednesday, 15 October, 2025
15 October
HomeকলকাতাTMC: অভিষেক নয়, থাকবে শুধুই মমতার ছবি!

TMC: অভিষেক নয়, থাকবে শুধুই মমতার ছবি!

দলের শেষ কথা যে শুধুই মমতা সেই বিষয়টিই কি আরও একবার বোঝাতে চাইলেন নেত্রী? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বর্ষবরণের দিন ‘ক্যালেন্ডার’ বিতর্ক থেকে শুরু করে নেতাজি ইন্ডোরের সভা, তৃণমূলের অন্দরে ছবি বিতর্ক কম হয়নি। এবার সামনেই রয়েছে ২১শে জুলাইয়ের সভা। তার আগে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এবার ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টারে থাকবেন শুধুই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। থাকবে না সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোনও ছবি। কিন্ত কেন? সে কথা পরে নিজেও জানিয়েছেন সুদীপ।

আরও পড়ুন: যুদ্ধ জিগির থামছেই না পাকিস্তানের! ইজরায়েল-ইরানের সংঘাতে সামিল হবে পাকিস্তানও? 

শনিবার ২১শে জুলাইয়ের সমাবেশ প্রস্তুতি ডাকে তৃণমূল কংগ্রেস। ভবানীপুরে অবস্থিত দলীয় কার্যালয়ে চলে এই মিটিং। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ক্যামাক স্ট্রিট দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির পোস্টার দেওয়া হয়েছে। সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই রয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, “অভিষেক নিজেই বলেছেন ২১ শে জুলাইয়ের কর্মসূচিতে ছিলেন না। সেই কারণে শুধুই মুখ্যমন্ত্রীর ছবি থাকবে।”

আরও পড়ুন: “ছুটির সরকার”! খুশি নন অভিভাবক, শিক্ষকরা

এর আগে ২০২৩ সালে নেতাজি ইন্ডোরের সমাবেশ শুধু মমতার ছবি আছে, অভিষেকের ছবি না থাকা নিয়ে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন। এরপরও কিন্তু ছবি নিয়ে বিতর্ক বন্ধ হয়নি। ২০২৫-এর শুরুতে অভিষেকের দফতর থেকে ক্যালেন্ডার পাঠানো হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তুলনায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় ছবি পাঠানো হয়। পরবর্তীতে আবার রাজ্য নেতৃত্ব ওই ক্য়ালেন্ডার বদলে দেয়। এরপর নেতাজি ইন্ডোরের সভাতেও মমতারই ছবি ছিল। মুখ্যমন্ত্রী বারেবারে বলেছিলেন সংগঠনের তিনিই শেষ কথা। আরও দশ বছর তিনি দল চালাবেন। দলের শেষ কথা যে শুধুই মমতা সেই বিষয়টিই কি আরও একবার বোঝাতে চাইলেন নেত্রী? প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের।

 

এই মুহূর্তে

আরও পড়ুন