MTV বন্ধ হচ্ছে! ৪৪ বছরের ইতিহাসে অবসান এক স্বর্ণযুগের প্যারামাউন্ট গ্লোবালের সিদ্ধান্তে ৩১ ডিসেম্বর বন্ধ হচ্ছে একাধিক MTV মিউজিক চ্যানেল দীর্ঘ চার দশকের স্বর্ণালী অধ্যায় শেষ হতে চলেছে।
আরও পড়ুনঃ ১৯৫০ সালে তৈরি, ৭৫ বছর ধরে ভক্তের সমাগম, বন্ধ বলি; পুজোর প্রস্তুতি সেবকেশ্বরীতে
১৯৮১ সালে “I Want My MTV!” স্লোগান দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সেই MTV Music Channel Network-এর যুগ শেষ হচ্ছে ২০২৫ সালের শেষদিনে।
কোন কোন চ্যানেল বন্ধ হচ্ছে? MTV Hits, MTV 80s, MTV 90s, এবং MTV Base-এর মতো একাধিক সঙ্গীত চ্যানেল বন্ধ করে দিচ্ছে Paramount Global। ঘোষণা অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকে এই চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ করবে।
আরও পড়ুনঃ চাপ বাড়ছে যাত্রীদের; আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আরামবাগে
তবে হতাশ হওয়ার কারণ নেই— কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরে MTV ফিরবে ডিজিটাল অবতারে, নতুন মোড়কে ও আধুনিক কনটেন্ট ফরম্যাটে। ডিজিটাল যুগের MTV বর্তমানে ইউটিউব, স্পটিফাই, জিও সাভন, অ্যাপল মিউজিকের দাপটে টেলিভিশনের দর্শক সংখ্যা তীব্র হারে কমেছে।
তাই ডিজিটাল রূপান্তরের পথে হাঁটছে MTV—এখন থেকে মূল ফোকাস থাকবে MTV HD চ্যানেল ও OTT প্ল্যাটফর্মের কনটেন্টে। অর্থাৎ MTV HD-তে রিয়ালিটি শো, পপ কালচার, ফ্যাশন এবং সেলিব্রিটি কনটেন্ট দেখা যাবে আগের মতোই।
সংস্থার বিবৃতি
Paramount Global জানিয়েছে— “আমরা MTV-র লেগাসি বজায় রেখে নতুন প্রজন্মের দর্শকদের জন্য কনটেন্ট নিয়ে আসতে চাই, যেখানে মিউজিক ও ডিজিটাল একসাথে এগিয়ে যাবে।”
স্মৃতি, আবেগ ও সঙ্গীত
৮০ ও ৯০ দশকের তরুণ প্রজন্মের কাছে MTV ছিল সঙ্গীত-সংস্কৃতির প্রতীক— মাইকেল জ্যাকসন, ম্যাডোনা থেকে শুরু করে নির্ভানা— সবাইকে ঘরে পৌঁছে দিয়েছিল এই চ্যানেল। ‘MTV Music Awards’-এর মতো অনুষ্ঠানও ছিল তারকা সংস্কৃতির মুকুট। এখন সেই সোনালি অধ্যায় শেষ হলেও, ভক্তরা আশা করছেন— নতুন ডিজিটাল MTV ফিরবে নতুন ছন্দে, নতুন প্রজন্মের স্বাদে।