নিজস্ব সংবাদদাতা, বঙ্গবার্তা: প্রযুক্তি ও পরিবেশবান্ধবতার মিশেলে ইলেকট্রিক সাইকেল বাজারে নতুন চমক আনতে চলেছে রিলায়েন্স জিও। সংস্থাটি শীঘ্রই তাদের প্রথম ইলেকট্রিক সাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে, যা বিশেষত বাজেট-সচেতন গ্রাহকদের মন জয় করতে পারে।
এই জিও ইলেকট্রিক সাইকেলে থাকছে আধুনিক সব ফিচার ও আকর্ষণীয় ডিজাইন। ডিজিটাল স্পিডোমিটারের সাথে একটি টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে চালক বিভিন্ন তথ্য দেখতে পারবেন। আরামদায়ক রাইডিং-এর জন্য সাইকেলটিতে ইকো এবং স্পোর্ট নামক দুটি মোড থাকবে। নিরাপত্তার দিকটিও গুরুত্ব দেওয়া হয়েছে, তাই সামনে ও পিছনে ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার এবং এলইডি হেডলাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও, চালকের সুবিধার জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য আরামদায়ক সিটও থাকছে।
ব্যাটারির প্রসঙ্গে জানা গিয়েছে, এই সাইকেলে ১০Ah ক্ষমতার লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই সাইকেল প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে। দৈনন্দিন ব্যবহারের সুবিধা মাথায় রেখে এতে ফাস্ট চার্জিং প্রযুক্তিও দেওয়া হয়েছে, যার মাধ্যমে খুব দ্রুত ব্যাটারি চার্জ করা সম্ভব হবে।
দাম এবং লঞ্চের তারিখের বিষয়ে বিভিন্ন মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে। জিও ইলেকট্রিক সাইকেলের সম্ভাব্য দাম প্রায় ২৯,০০০ টাকা ধার্য করা হয়েছে, যা এটিকে বাজারের অন্যান্য ইলেকট্রিক সাইকেলের তুলনায় বেশ আকর্ষণীয় করে তুলেছে। মনে করা হচ্ছে, ২০২৫ সালের আগস্ট মাসের মধ্যেই এই সাইকেলটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
জিও-র এই ইলেকট্রিক সাইকেলটি তার আধুনিক বৈশিষ্ট্য, সাশ্রয়ী মূল্য এবং পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে দেশের ইলেকট্রিক সাইকেল বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। যদি এই সাইকেলটি উল্লিখিত স্পেসিফিকেশন এবং দামে বাজারে আসে, তবে এটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পারে বলে আশা করা যাচ্ছে।