spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeটেলিকমJio: মাত্র ৫ হাজার 5G পরিষেবা! আরও এক ফোন লঞ্চ করতে চলেছে

Jio: মাত্র ৫ হাজার 5G পরিষেবা! আরও এক ফোন লঞ্চ করতে চলেছে

এই বছরেই ভারতের মানুষের হাতে পৌঁছে যাবে জিও ভারত ৫জি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতে মোবাইল পরিষেবায় বিপ্লব নিয়ে এসেছিল মুকেশ অম্বানির জিও। জিওর ধাক্কায় বেলাইন হয়েছিল একাধিক টেলিকম সংস্থা। হুড়হুড়িয়ে নেমে এসেছিল ভারতে মোবাইল ইন্টারনেটের দাম। জিওর এই পদক্ষেপে গতি এসেছিল ভারতের ডিজিটাল মাধ্যমে। দেশের সাধারণ মানুষকে ইন্টারনেটের অধীনে নিয়ে আসার জন্য জিও শুধু সস্তায় ইন্টাড়নেট পরিষেবা লঞ্চ করেই ক্ষান্ত থাকেনি। পরবর্তীতে তারা ৪জি কিপ্যাড ফোনও লঞ্চ করে। যার মাধ্যমে ভারতের গ্রামে গঞ্জে পৌঁছে যায় ইন্টারনেট। আর এবার নতুন আরও এক ফোন লঞ্চ করতে চলেছে মুকেশ অম্বানির এই সংস্থা।

আরও পড়ুন: ‘আসতেই হবে কাউন্সিলরকে’, টায়ার জ্বেলে পথ অবরোধ দমদমে

ভারতে খুব দ্রুত ডিজিটাল বিপ্লব এলেও ২৫ কোটির বেশি মানুষ এখনও ২জি ফোন ব্যবহার করে। আর জিওর নতুন এই ফোন সেই সব মানুষের সঙ্গে ডিজিটাল ব্যবস্থার সংযোগ স্থাপন করতে পারে বলেই মনে করা হচ্ছে। ভারতের শহরাঞ্চলে স্মার্ট ফোন ও ইন্টারনেট পরিষেবা যেভাবে হু হু করে ঢুকেছে, গ্রামীণ ভারতে সেভাবে ঢোকেনি। ফলে, এই জায়গায় জিও ভারত ফোন একটা সেতুবন্ধ হিসাবে কাজ করতে পারে।

আরও পড়ুন: সাতসকালেই বেহালায় সদ্যজাতের দেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজের খোঁজ 

জিও ভারত ৫জি ফোন ৪জি ও ৫ জি পরিষেবাকে সাপোর্ট করে। এই ফোনে রয়েছে দারুণ একটা ক্যামেরা। রয়েছে বেশ বড় স্ক্রিনও। এ ছাড়াও সম্পূর্ণ জিও ইকোসিস্টেমে থাকা এই ফোনে থাকছে আগে থেকে ইনস্টল করা জিওর অ্যাপ। এ ছাড়াও এই ফোনে থাকলে ভিওএলটিই সাপোর্ট। ফলে, ক্রিস্টাল ক্লিয়ার কলিংয়ের সুবিধা পাবে এই ফোন ব্যবহারকারীরা।

তথ্য বলছে, ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে দাম হবে এই ফোনের। আশা করা হচ্ছে এই বছরের শেষভাগে এই জিও ভারত ৫জি ফোন ভারতের বাজারে পাওয়া যাবে।

এই মুহূর্তে

আরও পড়ুন