spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজPakistan: অদ্ভুত পরিস্থিতি, শরিফ পালিয়ে বেড়াচ্ছেন! দেশে ফিরলেই মুনিরকে সিডিএফ করতে হবে

Pakistan: অদ্ভুত পরিস্থিতি, শরিফ পালিয়ে বেড়াচ্ছেন! দেশে ফিরলেই মুনিরকে সিডিএফ করতে হবে

কাগজে কলমে পাকিস্তানে এই মুহূর্তে কোনও সেনাপ্রধান নেই।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আপাতত পালিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনই দাবি করছেন সেদেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য তিলক দেবাশের। তিনি বলছেন, শরিফ নাকি বাহরিন হয়ে লন্ডন চলে গিয়েছেন স্রেফ ২৯ নভেম্বরের ডেডলাইন এড়াতে। কেননা ওইদিনই ফিল্ড মার্শাল হিসেবে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আসিম মুনিরের। কেননা তিনি কোনওভাবেই মুনিরকে আগামী পাঁচ বছরের জন্য সেনাপ্রধান ও দেশের প্রথম সিডিএস করতে চান না। ফলে কাগজে কলমে পাকিস্তানে এই মুহূর্তে কোনও সেনাপ্রধান নেই। এমন পরিস্থিতি অভিনব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ ‘সহায়তার জন্য ভারত প্রস্তুত’, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা মোদীর

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে দেবাশের উল্লেখ করেন যে, ২৯ নভেম্বরের সময়সীমা পেরবার ঠিক আগেই দেশ ছেড়েছেন শরিফ।

প্রথমে বাহরিন এবং তারপর সেখান থেকে লন্ডনে চলে যান তিনি। ওই দিনই মুনিরের সেনাপ্রধান হিসেবে তিন বছরের মেয়াদ শেষ হয়েছে। তাঁর কথায়, “অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাহরিনে গিয়েছিলেন। এবং সেখান থেকে তিনি লন্ডনে গিয়েছেন। তিনি ইচ্ছাকৃত ভাবেই পাকিস্তান থেকে দূরে রয়েছেন।

আরও পড়ুনঃ বরিয়ান যোগের সঙ্গে পরিঘ যোগ, সন্ধের আগেই সুখবর পাবে এই চার রাশি

কারণ তিনি আসিম মুনিরকে চিফ অফ ডিফেন্স এবং সেনাপ্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করতে চাইছেন না।”

পাশাপাশি দেবাশের বলছেন, ”এটাই যদি সত্যি বলে মেনে নিই যে, এই মুহূর্তে আসিম মুনির আর সেনাপ্রধান নন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হল যেখানে পাকিস্তানের কোনও সেনাপ্রধান নেই! এমনকি পারমাণবিক কমান্ড কর্তৃপক্ষও নেই। এ এক অত্যন্ত অদ্ভুত পরিস্থিতি।”

এই মুহূর্তে

আরও পড়ুন