Thursday, 1 May, 2025
1 May, 2025
Homeদক্ষিণবঙ্গBaharampur: 'ক্যামেলিয়া'র উদ্যোগে কাশিমনগর হাইস্কুলে মূকাভিনয় নাটক কর্মশালা

Baharampur: ‘ক্যামেলিয়া’র উদ্যোগে কাশিমনগর হাইস্কুলে মূকাভিনয় নাটক কর্মশালা

সম্প্রতি বহরমপুরের কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন অ্যাকশন (ক্যামেলিয়া) সংস্থার উদ্যোগে কাশিমনগর হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মূকাভিনয় ও নাটকের কর্মশালা অনুষ্ঠিত হোলো। ভারত সরকারের ‘সঙ্গীত নাটক অ্যাকাডেমী’র আর্থিক সহযোগিতায়  মুর্শিদাবাদ জেলার সূতী থানার অন্তর্গত কাশিমনগর হাইস্কুলের ১৭ জন ছাত্রছাত্রী কর্মশালাতে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন:Today’s Horoscope: কৃষ্ণা ষষ্ঠীতে রবি যোগ, মঙ্গলবার বজরংবলীর কৃপা এই ৫ রাশিতে

প্রধান শিক্ষক জুলফিকার আলি মহাশয়ের অত্যন্ত আন্তরিক উৎসাহে বিদ্যালয়ের ‘ছাত্র সপ্তাহ পালন’ কার্যক্রমে মূকাভিনয় ও নাটক কর্মশালা সুন্দরভাবে সাফল্যমন্ডীত হয়েছে। এই কর্মশালার প্রধান প্রশিক্ষক তথা ‘ক্যামেলিয়া’ সংস্থার কর্ণধার এবং মুর্শিদাবাদ জেলার একমাত্র মূকাভিনয় শিল্পী, পশ্চিমবঙ্গ সরকারের স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজসেবী, নাট্য নির্দেশক সুজিত কুমার দাস এর ঐকান্তিক প্রচেষ্টায় কাশিমনগর হাইস্কুলের ছাত্রছাত্রীগণ   কর্মশালায় মূকাভিনয়, নাটকের প্রশিক্ষণ পেয়ে খুব খুশী হয়েছে। কর্মশালার অন্যান্য সহ প্রশিক্ষক ছিলেন ভূমিকা দাস, ভাগীরথী চৌধুরী, সাগর চৌধুরী ও সাব্বির রহমান। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: Siliguri: শিলিগুড়িতে তরাই হিমালয়ান ফেস্টিভাল

তারপর ‘ক্যামেলিয়া’ সংস্থার পরিবেশনায় দুর্দান্ত মূকাভিনয় উপস্থাপনা হয়েছে। সুজিত কুমার দাস অসাধারণ দক্ষতায় দুটি মূকাভিনয় পারফরম্যান্স করেন। সহযোগি শিল্পী ছিলেন ভাগীরথী চৌধুরী। শব্দ ও আলোক নিয়ন্ত্রণে ছিলেন সাগর চৌধুরী ও সাব্বির রহমান। এরপর ভারত সরকারের প্রসারভারতীর অন্তর্গত আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী ভূমিকা দাস সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত ছাত্রছাত্রীগণের আনন্দ ছিল লক্ষ্য করার মতো। এছাড়া শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ ভীষণ আপ্লুত হয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন