কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
নগ্ন হয়ে দুই মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার ১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিল গ্রামে রবিবার সকালে ওই দুই মহিলা যখন সকালে রাস্তায় হাঁটছিলেন তখন ওই তরুণ হঠাৎই নগ্ন অবস্থায় দুজনের পিছু ধাওয়া করে। দুই মহিলার সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। দুই মহিলার মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন।
আরও পড়ুন: ফের বন্ধ মেট্রো পরিষেবা; চালু হতে না হতেই মেট্রোয় মরণঝাঁপ
তরুণের সঙ্গে ধস্তাধস্তিতে দুজনই মাটিতে পড়ে যান। অন্তঃসত্ত্বা মহিলা কিছুটা জখম হন। যদিও তারপরই এলাকা থেকে চম্পট দেয় ওই তরুণ। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা উত্তেজিত হয়ে ওই তরুণের বাড়িতে চড়াও হয়। অভিযুক্তকে ধরে রাস্তার মোড়ে নিয়ে এসে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি
খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ ওই তরুণকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে জখম মহিলা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দাদা জানান, ওই ছেলেটি কেন এরকম করল জানি না। তার কঠোর শাস্তি চাই। স্থানীয় একাংশের বক্তব্য, ছেলেটি এমনিতে ভালো। আগে কখনও এরকম করেনি৷ আবার কেউ কেউ বলছেন, ছেলেটির কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তবে পরে অভিযুক্ত তরুণকে জিঞ্জাসা করলে সে এরকম কিছুই করেনি বলে দাবি করে। তরুণের মা জানান, তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে।