spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
HomeকলকাতাNandini Chakraborty: বঙ্গের ইতিহাসে প্রথম, রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

Nandini Chakraborty: বঙ্গের ইতিহাসে প্রথম, রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যের নয়া মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। আর বর্তমান মুখ্যসচিব মনোজ পন্থ হলেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। আর এই সিদ্ধান্তের পরই রাজ্যের প্রথম মহিলা বাঙালি মুখ্যসচিব হলেন নন্দিনী। এদিকে, স্বরাষ্ট্র দফতরের সচিব পর্যায়েক দ্বায়িত্ব সামলাবেন জগদীশ প্রসাদ মিনা।

আরও পড়ুনঃ বঙ্গ রাজনীতিতে নয়া মোড়; ব্রাত্যর ভুয়সী প্রশংসা শতরূপের, ২৬শে ভোটের আগে সেটিং!

৩১ ডিসেম্বর, অর্থাৎ বুধবার ছিল মনোজ পন্থের মুখ্যসচিব হিসেবে মেয়াদের শেষ দিন। জল্পনা ছিল, তাঁর জায়গায় কে বসবেন তা নিয়ে। বুধবার জানা গেল, সেই পদে বসছেন নন্দিনী চক্রবর্তী।

প্রসঙ্গত, গত জুন মাসে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের। কিন্তু সেই সময়ে কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছিল। সেই অনুযায়ী ৩১ ডিসেম্বরই তাঁর পদে থাকার শেষ দিন ছিল।

আরও পড়ুনঃ লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমাবেন; কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে যান নিয়ন্ত্রণ

সূত্রের খবর, এবারও তাঁর মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্যসচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার।

২০২৬-এর ভোটের আগে বড় দায়িত্ব পেলেন ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনার ওপরও ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন