Monday, 4 August, 2025
4 August, 25
Homeউত্তরবঙ্গNH 10: ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ ৩ দিন; করোনেশন সেতুর ওপর...

NH 10: ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ ৩ দিন; করোনেশন সেতুর ওপর বাড়ল চাপ

রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটিতে ধস রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হতেই চাপ বাড়ল সেবকের করোনেশন সেতুতে। ধস এবং ফাটলের জেরে ঝুঁকি এড়াতে এবং মেরামতের জন্য ১০ নম্বর জাতীয় সড়ক আগামী ৬ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএইচআইডিসিএল। যার জন্য শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে প্রতিটি গাড়ি চলাচল করছে লাভা, বলগারা, গরুবাথান হয়ে। ফলে চাপ বেড়েছে করোনেশন সেতুর ওপর। এদিকে, ১০ নম্বর জাতীয় সড়কে পাহাড় কেটে রাস্তা তৈরি এবং কয়েকটি জায়গায় মেরামতের কাজ শুরু করেছে এনএইচআইডিসিএল।

আরও পড়ুনঃ লিখতে ভালোবাসতেন, তবে ঠাকুরঘরের ছায়া মাড়াতেন না! জন্মদিনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

গত কয়েক দিনের লাগাতার বর্ষণে বেহাল অবস্থা সেবক থেকে সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। বর্তমানে বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত সিকিম-বাংলা লাইফলাইন। শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা ও শ্বেতীঝোরা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপদের কথা মাথায় রেখে রাস্তাটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আগামী ৬ অগাস্ট সন্ধ্যে পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক। রবিবার ঘোষণা করে দেওয়া হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভলমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের রাজনীতিতে তোলপাড়! ৫ অগস্ট রাতে বাংলাদেশবাসীর উদ্দেশে ভাষণ হাসিনার

সিকিম প্রশাসন সূত্রে খবর, ধসের কারণে রংপো থেকে শিলিগুড়ি রাস্তা শ্বেতিঝোরায় অবরুদ্ধ হয়ে রয়েছে। রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটিতে ধস রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই ধস সরানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত রংপো থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি রুটে শুধুমাত্র ছোট যানবাহনই চলাচল করতে পারছে। রংপো থেকে মেল্লি রাস্তা খোলা রয়েছে। এই পথে মেল্লি হয়ে দক্ষিণ সিকিমের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। তবে লাভা থেকে সিকিম, লাভা থেকে কালিম্পং ও লাভা থেকে শিলিগুড়ি ভায়া গরুবাথান রাস্তা খোলা রয়েছে। তবে লাভা থেকে লোলেগাঁও ও লাভা থেকে রেশি হয়ে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে বলেই খবর।

এই পরিস্থিতিতে কালিম্পং পুলিশের তরফেও গ্যাংটক যাওয়ার জন্য ৩ টি বিকল্প রাস্তার কথা জানানো হয়েছে। সেগুলি হল,

১) শিলিগুড়ি থেকে জোরবাংলো-তিস্তাবাজার-রংপো হয়ে গ্যাংটক পর্যন্ত রাস্তা।
২) শিলিগুড়ি থেকে সেবক বাগরাকোট লাভা আলগারা রংপো হয়ে গ্যাংটক রাস্তা (717-A)।
৩) শিলিগুড়ি-সেবক-ডামডিম-গরুবাথান-লাভা-আলগারা-রংপো হয়ে গ্যাংটক রাস্তা।

এই মুহূর্তে

আরও পড়ুন